• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম

গাজীপুর বোর্ড বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

এসও টুটুল : / ১৮৯ Time View
Update : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, গাজীপুর : গাজীপুর মহানগরীর ৩৫নম্বর ও ওয়ার্ডের বোর্ড বাজারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। সোমবার ৮ জানুয়ারি ভোর ৪.৪০ মিনিটে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে একটি ওষুধের দোকান সহ দুটি মুদি দোকান আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়,বাজারে পাহারা দেওয়ার সময় হঠাৎ করে তিনি ওষুধের দোকানে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।এসময় ওষুধের দোকান ঔষধ পুড়েছে এবং দুটি দোকানে মোদি মালামালও পুড়ে ছাঁই হয়ে যায়।কি কারনে আগুনের সূত্রপাত হয়েছে এ ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এটি নাশকতা না অন্য কোনো কারণ সেটি তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।
এদিকে ওষুধের দোকানের মালিক ডাক্তার মহসিন জানান,তার দোকানে প্রায় কোটি টাকার ঔষধ রক্ষিত ছিল,সব পুড়ে ছাঁই কোন কিছুই অবশিষ্ট রইল না।
এ বিষয়ে জিএমপি গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান,আগুন লাগার বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories