• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
যানজট সমস্যার সমাধান খুঁজতে ডিএমপিকে নির্দেশ প্রধান উপদেষ্টার নওগাঁয় প্রায় ১৪ মন বিস্ফোরক দ্রব্যসহ ব্যবসায়ী আটক দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন ড. মুহাম্মদ ইউনূস ১৪ দিনে রেমিট্যান্স এলো ১১৬ কোটি ডলার ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২২৭ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ভারত-বাংলাদেশ সিরিজে চোখ থাকবে যেসব রেকর্ডে রোববার খোলা থাকবে সব তৈরি পোশাক কারখানা, অস্থিরতা হলে বন্ধ অন্তবর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেয়া হবে: ড. আব্দুল মঈন খান পলাশবাড়ীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে জামায়াতের শান্তি ও সম্প্রীতি সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক : / ১১ Time View
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, বাউফল : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ দেশে উন্নয়নের নামে দুর্নীতি অনিয়ম, লুটপাট ও বিদেশে অর্থ পাচার করেছে। তাদের শাসনামলে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের কড়াল গ্রাসে আবদ্ধ ছিল। দেশে কোনো গণতন্ত্র ছিলো না। মানুষের কথা বলার কোনো অধিকার ছিলো না। ফ্যাসিবাদ তার অপশাসন দিয়ে জনগণের টুটি চেপে ধরেছিলো। গুম-খুনের মহোৎসব চলেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে তারা ধ্বংস করে দিয়েছিলো। স্বৈরাচার সরকার বিচার ব্যবস্থাকে পরিপুর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলো। এই অবস্থা থেকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে জাতি আজ মুক্ত হয়েছে। এই নতুন বাংলাদেশে ধর্ম-বর্ণ ও দল-মতের উর্ধ্বে থেকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মানুষদের সাথে নিয়ে আমরা ঐক্যমতের ভিত্তিতে বাউফলের উন্নয়নে কার্যকর ভুমিকা পালন করবো।
গতকাল শনিবার বিকালে বাউফলের স্থানীয় পাবলিক মাঠে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত শান্তি ও সম্প্রীতির এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক খালিদ হোসেন এর পরিচালনায় শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা আমির অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, পৌর আমির রাসেল মাহমুদ, কর্মপরিষদ সদস্য মাওঃ ছোবাহান, এটিএম নজরুল ইসলাম, অধ্যক্ষ দাইয়ান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পদক মুনতাসির মুজাহিদ, বরিশাল মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি আল নাহিয়ান, জেলা সভাপতি মাহাদি হাসান, বাউফল উপজেলা দক্ষিণ শাখার সভাপতি জোবায়ের হোসেন, পূর্ব শাখার সভাপতি মো. লিমন হোসেন, বিশিষ্ট সমাজসেবক আবুল কাসেম।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মানুষের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাকে একাধারে ৬৭ দিন রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করেছে। সাড়ে ৪ বছর বিচার বর্হিভূতভাবে জেলে আটক রেখেছিল। সরকারের হুলিয়া মাথায় নিয়েও আপনাদের কাছে ছুটে এসেছি। আমি আপনাদেরকে সীমাহীন ভালোবাসি। বাউফল উন্নয়ন ফোরামের মাধ্যমে বাউফলের অসহায় মানুষকে সাধ্য অনুযায়ি সহায়তা অব্যাহত রেখেছি। বহু বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি।
তিনি আরো বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর বাউফলে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি ও নৈরাজ্যের সাথে জড়িত ছিলেন তারা জনগণের বন্ধু নয়, তারা মুলত বিগত সরকারের দোসর হিসেবে ভুমিকা পালন করেছে। তিনি আগামী দিনে বাউফলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সৎ দক্ষ ও খোদাভীরু এমন একজনকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category