• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম

ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে চলছে নানান ব্যস্ততা

কাজি আরিফ হাসান : / ৪০ Time View
Update : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির শেষে আবারও ফিরে এলো পবিত্র ঈদুল ফিতর। এ দিনটিকে ঘিরে মুসলিম সম্প্রদায়ের নানা আয়োজন। সবারই চাই নতুন পোষাক, আর শেষ মুহুর্তে চলে কেনাকাটা। কারোর চাই আপনজনের সাথে ঈদে দিনটা কাটানো। এদিকে ঈদের ছুটিতে সবাই ছুটে চলেছে তার গন্তব্যে। ছুটে চলেছে এই ঈদের দিনকে পরিবার-পরিজন,স্বজন ও প্রিয়জনদের সঙ্গে উদযাপন করার জন্য। কেউ চলেছে সড়ক পথে কেউ চলেছে রেল পথে,কেউ চলেছে জলপথে,কেউবা আবার আকাশ পথে। এই ঈদে চলতি পথে বাসে,ট্রেনে ও লঞ্চে তীল পরিমাণ ঠাঁই নেই। পদ্মা সেতু ও অন্যান সড়ক উন্নয়ন হওয়া মহাসড়ক যানজটের মতো ভোগান্তিতে পড়তে হচ্ছে না ঘরমুখো ঈদ যাত্রায়। এই ঈদে যাত্রীদের যাত্রা শুভকামনা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেষমুহুর্তে মানুষ কেনাকাট করছেন নিজের ও তার আপনজনদের জন্য। মার্কেট ও শপিংমল গুলো অনেক মধ্য রাত পর্যন্ত খোলা থাকতে দেখা যায়। গরীবের শেষ ভরসা ফুটপাত আর ঈদ আগমনের শেষ মুহূর্তেও জমজমাট ফুটপাতগুলো বাহারি আলোকসজ্জা শপিংমল গুলো। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন তৎপরতা দেখা যায়। ঘুরে ঘুরে নজরুলের এই গানটি ভেসে আসে “ও মোর রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ”। সবারই মোনের ইচ্ছা এই দিনটিতে সকালে ঈদের নামাজ পড়ে, প্রিয়জনের হাতে মিষ্টি মুখ করা। এই ঈদকে ঘিরে সারা বিশ্বের মুসলিম উম্মাহ মেতে ওঠে নানা আয়োজনে। পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে রাজধানীসহ দেশে সব ঈদগাঁহ্ রব রব সাজ। ইতোমধ্যে রাজধানীর জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন,আছে সিসি ক্যামেরার ব্যবস্থা। জাতীয় ঈদগাহে মুসল্লীদের জন্য প্রতিবারের মত ওজুর সুব্যবস্থা রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে সকাল সাড়ে ৮ টায় জাতীয় ঈদগাহ্ে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদ উল ফিতরে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের দিন সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে রাজনীতিবিদ,এমপি-মন্ত্রীবর্গ,কবি,লেখক,সাহিত্যিক,বুদ্ধিজীবী, রাষ্ট্রদূত ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনমিয় করবেন। ঈদুল ফিতরের আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন,দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সংসদের স্পিকার শিরিন শারমিন। দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়রা। এই ঈদে বিরোধী দলের চেয়ারপার্সন রওশন এরশাদ ও জিএম কাদের দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। ঈদুল ফিতরকে ঘিরে বিএনপির চেয়াপারসন বেগম জিয়া ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে ঈদের নামাজ শেষে সারাদেশে বিশেষ মোনাজাতে দেশ-জাতি ও বিশ্বের শান্তির জন্য দোয়া হবে,দোয়া হবে ফিলিস্তিনের ওপর বর্বর নির্যাতন বন্ধের জন্য!

বিজ্ঞাপন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories