• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম

নোয়াখালীতে ভেকু মেশিন জব্দ

নিজস্ব প্রতিনিধি : / ৩৬ Time View
Update : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালী উপকূলীয় হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মাইজছরাসহ বিভিন্ন ইউনিয়নে অবাধে তিন ফসলি কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায়। হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ারের নেতৃত্বে অভিযানের খবরে পালিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা। শনিবার সকালে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মাইজছরা গ্রামে ২টি ভেকু মেশিনে মাধ্যমে অবাধে মাটি কাটছে ইট ভাটার শ্রমিকেরা। খবর পেয়ে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ারের নেতৃত্বে একটি টিম ঘটনার স্থানে গেলে পালিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা। পরে দুই টি ভেকু মেশিন জব্দকরে স্থানিয় চেয়ারম্যান মেহেদি হাসানের নিকট জিম্মা রাখা হয়। এছাড়া সূবর্ণচরের আমান উল্যাহ ইউনিয়ন, কবিরহাট উপজেলা বিভিন্ন ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে অবাধে মাটি কেটে ফসলি জমি নষ্ট করছে অন্য দিকে পরিবেশ নষ্ট করছে এবং ইট ভাটায় নেওয়া হচ্ছে মাটি। হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ার সত্যতা স্বিকার করে বলেন, ইট ভাটায় নেওয়ার জন্য মাটি কাটছে তারা। অভিযানে খবর পেয়ে পালিয়ে গেছে তারা, অভিযান অবাহত থাকবে।

নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ১২ বছর পর সম্পন্ন
দীর্ঘ ১২ বছর পর নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন প্রত্যক্ষ ভোটে সম্পন্ন হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে চার বছর মেয়াদি জেলা ক্রীড়া সংস্থার এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে জাবেদ-পিন্টু সম্মিলিত পরিষদের সকলে বিজয়ী হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার প্রত্যাক্ষ ভোটে সহ-সভাপতি পদে মো. মাহমুদুর রহমান জাবেদ, মো. ইসমাইল, আহসান উল্যা হুমায়ুন, সামছুল হাসান মীরন, যুগ্ম সম্পাদক পদে বাসক কান্তি সরকার, একেএম শাহাজাহান হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে মহি উদ্দিন টুকন নির্বাচিত হয়।এছাড়া নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আব্দুল ওয়াদুদ পিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক রফিক উল্যাহ আক্তার মিলন ও সংরক্ষিত চারটি সদস্যপদ সজল রক্ষিত, মো. দিদারুল আলম, নিলুফা মমিন ও সাবরিনা মাহজাবিন জয়ন্তী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।এছাড়াও ১৪ জন কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন। তারা হলেন, নাজমুস সাকিব পারভেজ, সালেহ আহমেদ বাবুল, প্রতাপ ভট্ট, আবু তাহের, ইকবাল হোসেন, ইকবাল বাহার আজাদ, জহির উদ্দিন কিসমত, তাউছ মো. বেনী আমিন চৌধুরী, মো. শাহেদুল করিম কিরণ, বেলায়েত হোসেন রয়েল, মাহমুদ হোসেন, রেদোয়ানুল কবির, মো. আলা উদ্দিন ও মো. ওহিদ উল্যা। চার বছর মেয়াদি জেলা ক্রীড়া সংস্থার এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ও প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক কাউসার মিয়া। জানা যায়, এর আগে ২ মেয়াদে সিলেকশনের মাধ্যমে কমিটি হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories