• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নোয়াখালী, লাখ লাখ মানুষ পানিবন্দি

একেএম শাহজাহান : / ৯ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নোয়াখালী। ৯ উপজেলার সবকটিতেই বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ছে। এতে লোকজনের মধ্যে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। খাল উদ্ধার ও পানি নিষ্কাশনে সেনাবাহিনীর সহযোগিতা চান স্থানীয়রা। জানা যায়, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেওয়ায় পুরো নোয়াখালী জেলার সদর, সেনবাগ, সোনাইমুড়ী, চাটখিল, বেগমগঞ্জ, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর উপজেলার বেশিরভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন এসব উপজেলার বাসিন্দারা। এছাড়া বৃষ্টির পানিতে ডুবে গেছে আমন ধানের বীজতলা। জলাবদ্ধতায় আটকে আছে লাখ লাখ মানুষ। ডুবে গেছে সড়ক, বাসাবাড়ি, অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, প্রধান সড়ক ছাড়া সব রাস্তা নিছে। সেনাবাহিনীর সহযোগিতায় দ্রুতই জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান পানিবন্দি মানুষজন। আবহাওয়া অফিস বলছে, সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিনেও বৃষ্টি অব্যাহত রয়েছে। নোয়াখালীর বসতঘরে পানি ঢুকেছে। মাছের ঘেরসহ সব ভেসে গেছে। এত পানি আগে দেখিনি। বৃষ্টি হলে পানি নেমে যায় কিন্তু এবার পানি নামছে না। পানিবাহিত অসুখ বেড়েই চলছে। কবিরহাট উপজেলার বাসিন্দা রোকসানা আক্তার ঢাকা পোস্টকে বলেন, হাঁটু পানি দিয়ে আমাদের চলাফেরা করতে হচ্ছে। বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে বাধ দিয়ে মাছের ঘের করেছে প্রভাবশালীরা। সেসব বাধ যদি সেনাবাহিনী কেটে দিলে জলাবদ্ধতা থাকবে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category