• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]

গাজীপুরে সেনাবাহিনীর পাহারায় থানা-পুলিশের কার্যক্রম শুরু

এসও টুটুল : / ৫৯ Time View
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, গাজীপুর : গাজীপুরের প্রতিটি থানায় সেনাবাহিনীর পাহারায় চলছে পুলিশিং কার্যক্রম। সকাল থেকে গাজীপুরের সবকয়টি থানায় এ কার্যক্রম দেখা গেছে। টানা কয়েকদিন দেশের পরিস্থিতিতে গাজীপুর জেলা ও মহানগর থানা-পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, গাজীপুর জেলায় মোট ৫টি থানা রয়েছে, এর মধ্যে গাজীপুর সদর থানা ছাড়া বাকি ৪টির থানার কার্যক্রম ইতোমধ্যে স্বাভাবিকভাবে শুরু হয়েছে। গাজীপুর মেট্রোপলিটনের মোট ৮টি থানার মধ্যে ৭টির কার্যক্রম স্বাভাবিক রয়েছে। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার কার্যক্রম বন্ধ রয়েছে। গাজীপুর জেলা ও মেট্রোপলিটনের দুটি থানার কার্যক্রম খুব দ্রুত শুরু হবে।
সদর মেট্রো থানার আজিজ মিয়া জানান, গত কয়েক দিন যাবৎ ডাকাত ও ছিনতাইয়ের আতঙ্ক আর ভয়ে রাত দিন একাকার হয়ে গেছে। থানা পুলিশের কার্যক্রম স্বাভাবিকের হয়েছে দেখে সবার চোখে মুখের ভয় কেটে গেছে।পূবাইল থানার নবাগত ওসি সাখাওয়াত হোসেন জানান বাইরের মুভমেন্ট ছাড়া অন্যান্য কার্যক্রম চালু রেখেছি।
গাজীপুরের কোনাবাড়ি থানার ওসি শাহ আলম জানান, থানার স্বাভাবিক কার্যক্রম চলছে। সেবা প্রার্থীদের জিডি, অভিযোগ যথারীতি গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রবিবার সকাল সম্পূর্ণ কার্যক্রম চলছে।
গাজীপুর মেট্রোপলিটনের সদর জোনের উপ-পুলিশ কমিশনার আবু তোয়াব মোহাম্মদ শামছুর রহমান বলেন, পুলিশ জনগনের জন্য, জনগণ যেভাবে চাইবে সেভাবেই থানা পুলিশ সেবা দিবে। থানা পুলিশ কোন রকম অন্যায়-অত্যাচার করবে না। তিনি আরো বলেন, জনগনের মাঝে যদি কোন অপরাধী থাকে, জনগনেই অপরাধীকে ধরে থানা পুলিশকে খবর দিয়ে সহযোগীতা করবেন। পুলিশ সারাক্ষণ জনগনের সেবায় নিয়োজিত আছে।
গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, মেট্রোপলিটনের সবকয়টি থানার সব কার্যক্রম চালু আছে। এখন থেকে সব পুলিশিং সেবা চালু রয়েছে। তাছাড়াও, যে কেউ ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সেবা নিতে পারবে। তিনি আরো বলেন, মেট্রোপলিটনের বাসন থানার পুড়িয়ে দেওয়ায় ট্রাফিক হেড অফিসে কার্যক্রম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category