• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
যানজট সমস্যার সমাধান খুঁজতে ডিএমপিকে নির্দেশ প্রধান উপদেষ্টার নওগাঁয় প্রায় ১৪ মন বিস্ফোরক দ্রব্যসহ ব্যবসায়ী আটক দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন ড. মুহাম্মদ ইউনূস ১৪ দিনে রেমিট্যান্স এলো ১১৬ কোটি ডলার ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২২৭ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ভারত-বাংলাদেশ সিরিজে চোখ থাকবে যেসব রেকর্ডে রোববার খোলা থাকবে সব তৈরি পোশাক কারখানা, অস্থিরতা হলে বন্ধ অন্তবর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেয়া হবে: ড. আব্দুল মঈন খান পলাশবাড়ীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

এবার বাংলাদেশের প্রশংসায় যুক্ত হলেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক : / ৫ Time View
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ক্রিকেটবিশ্বকে যেন বড়সড় একটা বার্তাই দিয়ে ফেলেছে বাংলাদেশ। এমন ঐতিহাসিক জয়ে টাইগারদের প্রশংসায় ভাসাচ্ছেন দুনিয়াজোড়া ক্রিকেটবোদ্ধারা। পাকিস্তানের শোচনীয় পরাজয়ে প্রকাশ করছেন হতাশাও। ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও বাংলাদেশের প্রশংসা করেছেন। বাংলাদেশ দল হিসেবে অনেক দূর এগিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে পাকিস্তানের ইতিহাস এবং লিগ্যাসি বিবেচনায় এমন হারে হতাশা প্রকাশ করেছেন অশ্বিন। এত এত কিংবদন্তি ক্রিকেটারের দেশ পাকিস্তান ঘরের মাঠে এরকম ভোতা হয়ে গেল কেন, তা ভেবে পাচ্ছেন না ভারতের অফ স্পিনার। নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে অশ্বিন বলেন, ‘কী দারুণ জয় বাংলাদেশের জন্য। তবে পাকিস্তানের জন্য হতাশার ব্যাপার। বিষয়টি হতাশার কারণ পাকিস্তানকে আসলে সহজে হারানো যায় না। তবে ১০০০ দিনের চেয়েও বেশি হয়ে গেল পাকিস্তান ঘরের মাঠে জিততে পারছে না। পাকিস্তানের ক্রিকেটের সমর্থকরা অনেক প্যাশনেট।’ পাকিস্তানের পরাজয়ে হতাশ হওয়ার কারণও জানিয়েছেন অশ্বিন, ‘আপনারা জানেন কী ভেবে আমার এতটা খারাপ লাগছে? পাকিস্তানের ইতিহাসের কথা ভেবে। ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ইমরান খান, ইনজামাম-উল-হক, সেলিম মালিক, ইজাজ আহমেদ, আমির সোহেল, সাঈদ আনোয়ার…… এই তালিকা কেবল লম্বাই হতে থাকে। কী দারুণ লিগ্যাসি আছে এই দেশের এবং ক্রিকেট দলের।’ বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসাও করেছেন অশ্বিন। তার মতে, ‘অবশ্যই, বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। আমি তাদের থেকে কোনো কিছুই কেড়ে নিচ্ছি না। গত বছর যখন আমরা বাংলাদেশ সফরে গেলাম, আমরা টের পেয়েছিলাম বাংলাদেশ কতটা ভালো টেস্ট দল। তাদের অনেক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার রয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান(মিরাজ)দের মত এবং তাদের যথেষ্ট তরুণ প্রতিভাবান ক্রিকেটারও রয়েছে।’ একসময় বিশ্ব ক্রিকেটে সেরাদের কাতারে থাকা পাকিস্তান দলের এমন বেহাল দশা একদমই মেনে নিতে পারছেন না অশ্বিন। দলটির এই অবস্থা তার কাছে অবিশ্বাস্য ঠেকছে। অশ্বিন বলেন, ‘সবকিছু এক পাশে রেখে চিন্তা করলে পাকিস্তানের ক্রিকেট এখন যেখানে রয়েছে, ১০ বছর আগেও তাদের হারানো অনেক কঠিন ছিল যখন তাদের দলে মিসবাহ, ইউনিস খানরা ছিল এবং তারা সংযুক্ত আরব আমিরাতে হোম সিরিজের ম্যাচগুলো খেলত। তাদের দলে ইয়াসির শাহ ছিল। বাঁহাতি দুজন স্পিনার ছিল আবদুর রহমান এবং জুলফিকার বাবর। তারা এখন যেখানে রয়েছে, আমি আসলে এটি বিশ্বাসই করতে পারছি না।’ পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদের জন্যও অনেক খারাপ লাগছে অশ্বিনের। বাবরকে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরানোর পর টেস্টের অধিনায়ক করা হয়েছিল শানকে। পরে বাবরকে অধিনায়কত্বে ফেরানো হলেও দেওয়া হয়েছে শুধু সাদা বলের দায়িত্ব। লাল বলের অধিনায়ক রয়ে গেছেন শান। তবে তার নেতৃত্বে এখনও পর্যন্ত ৫ টেস্ট খেলে ৫টিতেই হেরেছে পাকিস্তান। এ ছাড়া নতুন টেস্ট কোচ জেসন গিলেস্পির অধীনেও প্রথম সিরিজ খেলে হোয়াইটওয়াশের স্বাদ পেল পাকিস্তান। শানের ব্যাপারে অশ্বিন জানিয়েছেন, ‘আমার শান মাসুদের জন্য অনেক খারাপ লাগছে। শান মাসুদ আসলে দারুণ স্মার্ট একজন ক্রিকেটার। আমি তাকে চিনি। দারুণ বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলে থাকে সে। পাকিস্তানের জন্য সে দারুণ একজন অধিনায়ক হতে পারবে। তবে এই মুহূর্তে পাকিস্তান দলকে সামলানো যেখানে বাবর আজম অধিনায়ক নয় কিন্তু সে দলের পোস্টার বয়, ড্রেসিংরুম সামাল দেওয়াটা সত্যিই সহজ হতে যাচ্ছে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category