সবুজবাংলা২৪ডটকম, ভান্ডারিয়া (পিরোজপুর) : গতকাল উপজেলা প্রেসক্লাব হল রুমে সিনিয়র সাংবাদিক রিয়াজ মাহমুদ মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থত ছিলেন বিশিষ্ঠ রাজনিতীবিদ উপজেলা বিএনপির আহবায়ক আহম্মেদ ছোহেল মঞ্জুর সুমন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হাই হাওলাদার, শিকদার জাকির হোসেন বাচ্চু,শাখাওয়াত হোসেন মিঠু, স্যসচিব মো: মনির হোসেন আকন,পৌর বিএনপির সদস্য সচিব মাসুদ রানা পলাশ, জেলা বিএনপি সদস্য মো, তোহা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, যুগ্ম সাধারন সম্পাদক মামুন হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবািক গন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যায়যায়দিন ভান্ডরিয়া উপজেলা প্রতিনিধি মিজানুর মিজান। আলোচনা সভার পরে কেককেটে অনুষ্ঠান শুভ সুচনা করে অতিথিবৃন্দ।
এসমসয় অতিথিরা বলেন, যায়যায়দিন আরো সামনে এগিয়ে যাক এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সুমান অর্জন করে সোনার বাংলা বিনির্মাণে সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশা রইলো।
অনুষ্ঠান পরোবর্তি বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনে নিহত উপজেলার ধাওয়া ইউনিয়নে এমদাদুল হকের পরিবারের নিকট পঞ্চাশ হাজার টাকার চেক তুলেদেন করেন প্রধান অতিথি আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন।