• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :

মাধবদীতে ২০ টাকার জন্য পিতাকে হত্যার দায়ে পুত্র গ্রেফতার

মোঃ আল আমিন : / ৬ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : পিতার কাছে ২০ টাকা চেয়ে না পাওয়ায় পুত্র পিতাকে লাঠি দিয়ে বেধরক পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার ৫দিন পর গতকাল ৩১ আগস্ট শনিবার রাতে মাধবদী থানা পুলিশ তাকে মাধবদী বাজার বড় মসজিদের সামনে থেকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে নরসিংদীর মাধবদী থানার শ্যামলাকান্দী গ্রামে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মাধবদীর শ্যামলাকান্দী গ্রামের আব্দুল হান্নানের পুত্র মোঃ ইয়ামিন(২৫) একজন মাদক সেবী। সে প্রায় সময়ই তার পিতা ও পরিবারের সদস্যদের থেকে টাকা নিয়ে মাদক সেবন করত। ঘটনার দিন গত ২৫ আগস্ট তার বাবা’র নিকট ২০ টাকা চাইলে তার পিতা আব্দুল হান্নান তাকে দিবে না জানালে ইয়ামিন পিতার ওপর ক্ষিপ্ত হয়ে গালাগাল করতে থাকে। এক পর্যায়ে আব্দুল হান্নান ঝগড়া এড়াতে বাড়ি থেকে চলে যাওয়ার সময় ইয়ামিন তার পিতা আব্দুল হান্নানকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। আঘাত পেয়ে আব্দুল হান্নান মাটিতে পরে যান। এসময় ইয়ামিন পিতাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে আহত করে। পরে পরিবারের অন্য সদস্যরা ও এলাকাবাসী আহত আব্দুল হান্নানকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে নেয়ার নির্দেশ দেন। পরদিন ২৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হান্নান হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে নিহতের স্ত্রী ইয়ামিনের মা আকলিমা বেগম পুত্র ইয়ামিনের নাম উল্লেখ করে বাদি হয়ে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনার পর থেকে ইয়ামিন পলাতক ছিল। গতকাল রাতে মাধবদী বাজার বড় মসজিদের সামনে থেকে পুলিশ ইয়ামিনকে গ্রেফতার করে বলে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category