• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :

রোহিঙ্গাদের ওপর ড্রোন হামলা, নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : / ৯ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : মিয়ানমার থেকে পালানোর সময় রোহিঙ্গাদের ওপর ড্রোন হামলায় শিশুসহ অর্ধশতাধিক লোক নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও অধিকারকর্মীদের বরাত দিয়ে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
চারজন প্রত্যক্ষদর্শী, অধিকারকর্মী এবং একজন কূটনীতিক সোমবার ড্রোন হামলার বর্ণনা দিয়েছেন। তারা জানিয়েছেন, ওই রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী বাংলাদেশে প্রবেশের জন্য অপেক্ষা করছিল। ওই সময় তাদের ওপর ড্রোন হামলা চালানো হয়। নিহতদের মধ্যে এক গর্ভবর্তী নারী ও তার ২ বছরের কন্যা সন্তান ছিল।
তিন জন প্রত্যক্ষদর্শী শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন, এই হামলার জন্য আরাকান আর্মি দায়ী। তবে গ্রুপটি অভিযোগ অস্বীকার করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে কর্দমাক্ত মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের স্তূপ, তাদের স্যুটকেস এবং ব্যাকপ্যাকগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।
তিনজন জীবিত ব্যক্তি জানিয়েছেন, দুই শতাধিক নিহত হয়েছে।
তবে অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি কমপক্ষে ৭০টি মৃতদেহ দেখেছেন।
রয়টার্স ভিডিওগুলো যাচাই করেছে, স্থানটি মিয়ানমারের উপকূলীয় শহর মংডুর ঠিক বাইরে অবস্থিত। তবে ভিডিওগুলো ধারণ করার তারিখটি স্বাধীনভাবে নিশ্চিত করতে সক্ষম হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category