সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : শেখ হাসিনা পালানোর খবর পেয়েই আনন্দ উল্লাসে মেতে উঠেছে নরসিংদীর মাধবদীর ছাত্র জনতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। গতকাল থেকেই আনন্দ মিছিল হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আলাদা আলাদা ভাবে মাধবদী বাজারে বিজয় মিছিল বের করে। মঙ্গলবার বেলা ১১টায় বিএনপি নেতা কর্মীরা মাধবদী হাই স্কুল মাঠ থেকে পৌরসভা, বড় মসজিদ, জলপট্টি রোড হয়ে গরুরহাট মোড় গিয়ে আনন্দ মিছিলটি শেষ করে। এসময় বিএনপি নেতা আমান উল্লাহ আমান, কাজী ওয়াসিম, মোঃ মফিজুল ইসলাম, মোঃ জাকারিয়া, মাহে আলম চৌধুরী, আনোয়ার হোসেন আনু, শেখ ফরিদ, মাহফুজুর রহমান কালামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্চাসেবকদলের নেতাকর্মীরা। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যোহর নামাজের পর মাধবদী বাজার জালপট্টি মসজিদ থেকে গরুহাট মোড়, বড় মসজিদ, পৌরসভা রোড হয়ে মাধবদী বাসস্ট্যান্ডে এসে আনন্দ মিছিলটি শেষ করে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতা মোঃ জাফর উল্লাহ খান, মাওলানা মোঃ আমিনুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ, মোয়াজ্জেম হোসেন, আলতাফ হোসেন, নজরুল ইসলামসহ ছাত্র শিবিরের নেতাকর্মীরা।