• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
লুট হওয়া ৫৩টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৫ বাউফলে জামায়াতের শান্তি ও সম্প্রীতি সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬১ ফিলিস্তিনি নরসিংদীর পলাশে হামলা ভাংচুরের পর অনির্দিষ্টকালের জন্য জনতা জুটমিল বন্ধ ঘোষণা মঠবাড়িয়ায় শিক্ষকসহ দুই কলেজ ছাত্রকে মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে মানববন্ধন মাদকের বিরুদ্ধে নওগাঁর শিক্ষার্থী ও ইমাম মোয়াজ্জেমদের মানববন্ধন তিস্তার পানির অধিকার চাইবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে না আদানি, বকেয়া দেওয়ার অনুরোধ ভূমিকম্পে কাঁপল রংপুর নরসিংদীর পলাশে জনতা জুটমিলে হামলা-ভাঙচুর লুটপাট, ৬ নিরাপত্তাকর্মী আহত

অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে : ডা: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : / ৮ Time View
Update : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির সাথে আলোচনায় আমাদের একটা বড় দাবি ছিল দেশের এই সংকট উত্তরণে অতি দ্রুত একটি ইন্টেরিম গভর্নমেন্ট ফর্ম করতে হবে। এর আগে অবশ্যই জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। রাষ্ট্রপতি বরাবরে আমরা জোর দাবি জানাব, তিনি যেন অতি দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার কাজ শুরু করেন। এবং গঠিত অন্তর্বর্তী সরকার যেন বিলম্ব না করে অতিদ্রুত একটি অর্থবহ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সত্যিকার জনগণের সরকার প্রতিষ্ঠায় এগিয়ে আসে, সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়ি-ঘর এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আঘাত হানা হয়েছে। ভাঙচুর ও লুটপাট করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে। বিবেক সম্পন্ন মানুষ এই কাজগুলো করতে পারে না। তিনি এর নিন্দা জানিয়ে বলেন, আমরা দেশবাসীর পাশাপাশি আমাদের সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে সকল ধর্মাবলম¦ী মানুষের সহায়-সম্পত্তি রক্ষায় পাহারাদারের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছি। যদি আমরা গোটা সমাজ এবং প্রশাসন একসাথে কাজ করতে পারি, তাহলে এই দুর্বৃত্তপনা বন্ধ করা অবশ্যই সম্ভব। যারা এই নাশকতা ও দুর্বৃত্তপনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও আ.ন.ম শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত, ঢাকা মহানগরী উত্তরের প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার প্রমুখ। ২০১১ সালের ১৯ সেপ্টেম্বরের পর গতকাল প্রথম সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এর আগে গত সোমবার রাত ৯টা ২৫ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category