• বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৩:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]

মেহেরপুরের আমদহে যুব মহিলা লীগের সমাবেশ অনুষ্ঠিত

মেহের আমজাদ : / ২৪ Time View
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, মেহেরপুর : সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন যুব মহিলা লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমদহ ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ রেহেনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম। মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুতশোভা মন্ডলের সঞ্চালনায় অন্যন্যেরে মধ্যে বক্তব্য রাখেন আমদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. কাজী শহিদুল ইসলাম,আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলি টোকন প্রমুখ। এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হীরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমূখ।

বিএনপি কোন প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারিনি- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন যুব মহিলা লীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রধান অতিথির বত্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হেসেন এমপি বলেছেন,২০০১ সাল থেকে ২০০৬ সালে পর্যন্ত বিএনপি সরকারে থাকাকালে জনগণকে দেয়া কোন প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করতে পারিনি। বিএনপি-জামায়াত জোট সরকার তাদের নিজেদের ভাগ্য উন্নয়নে ব্যস্ত ছিল। তাদের দুঃশাসন জনগন দেখেছে। তাদের শাসনামলে দেশে সন্ত্রাস-জঙ্গিবাদের উত্থান হয়েছিল। তারপর ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন যুব মহিলা লীগের আয়োজনে দারিয়াপুর গাউছিয়া মাদ্রাসা প্রাঙ্গণে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হেসেন এমপি আরও বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে ওই বিএনপি-জামায়াত জোট সরকার আবারো ক্ষমতায় আসার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের মানুষকে জিম্মি করার চেষ্টা করছে। কিন্তু দেশের জনগণ তা কখনই হতে দেবে না। আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে তা বিশ্বের বুকে রোল মডেল। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহবান জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। দারিয়াপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শাহিনা খাতুনের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি সৈয়দা মোনলিসা ইসলাম। উঠান বৈঠকে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুতশোভা মন্ডলের সঞ্চালনায় মেহেরপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতাসহ যুব মহিলা লীগের নেত্রীরা উপস্থিত ছিলেন।

মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়নে মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ
শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের আয়োজনে মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজামান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সানোয়ার হোসেন,মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলকার নাইম বাইজিদ, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সচিব সানোয়ার হোসেন সানু সহ বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ৭ টি টিভি, ৭ টি সাউন্ড বক্স, ৪৮টি ফ্যান, ৬০টি ডাস্টবিন,১০টি সাইকেল, ২৩টি সেলাই মেশিনসহ মোট সাড়ে ৮ লাখ টাকার শিক্ষা উপকরণ সহ সেলাই মেশিন বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category