সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুরে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বুধবার (৬ সেপ্টেম্বর) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়েছে। শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সেলিম হোসেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি বাবুল হালদার, সিনিয়র সহ-সভাপতি স্বপন চক্রবর্তী, নির্মল চট্টপাধ্যায়। পিরোজপুর শহরের আখরাবাড়ী জিউর মন্দির থেকে শুরু হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ী মন্দিরে আলোচনা সভায় এসে মিলিত হয়। শোভাযাত্রায় প্রধান আকর্ষণীয় ছিলো সম্মূখে হাতি ও শ্রীকৃষ্ণের সাজে সজ্জিত হয় মধ্য ডুমরিতলা প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র আশিষ সাহা।
পরে কালিবাড়ী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীমতি দোলা গুহের সভাপতিত্বে অন্যানদের মাঝে বক্তব্য রাখেন, জন্মাষ্টমী কমিটির আহবায়ক সুনীল চক্রবর্ত্তী, সদস্য সচিব অধীর চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুদেব মসিদ, পূজা উদযাপন পরিষদ পৌর শাখার আহবায়ক সুখরঞ্জন চক্রবর্ত্তী বাপ্পা, সাংগঠনিক সম্পাদক শুভদ্বীপ সিকদার প্রমূখ। পরে দেশ ও জাতির সার্বজনীন কল্যাণ কামনা করে প্রসাদ বিতরণ করা হয়।