সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুরে ভান্ডারিয়ায় সাদিয়া আক্তার মুক্তা (১৮) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী ও শ^াশুরী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ভান্ডারিয়া পৌর শহরের টিএন্ডটি সড়কের মুনিম জোমাদ্দারের স্ত্রী। ভান্ডারিয়া থানা পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানাগেছে, কাঠালিয়া উপজেলার শ্রীপুর গ্রামের মজিবুর রহমান মুন্সির মেয়ে সাদিয়া আক্তার মুক্তা (১৮) এর সঙ্গে এক বছর পূর্বে ভান্ডারিয়া পৌর শহরের টিএন্ডটি সড়কের মামুন জোমাদ্দারের ছেলে মুনিম জোমাদ্দার এর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরথেকে পারিবারিক কলোহে জড়িয়ে পড়ে এ নব দম্পতি। শুক্রবার সকালে মুক্তার বাবার বাড়ীতে বসে স্বামীর সঙ্গে বাক বিতন্ডার এক পর্যায়ে তার স্বামী তাকে মারধর করে। এ ঘটনায় মুক্তার তার মাকে মারধরের ঘটনা জানালে তার মা জামাতাকে কয়েকটি চর থাপ্পর মারে। পরে জামাতা মুনিম শ্বাশুরীর অনুমতি নিয়ে কৌশলে তাকে ডাক্তার দেখানোর কথা বলে মুক্তাকে নিয়ে আসে। বিকেলে মুনিম তার শ^াশুরীকে জানায় তার মেয়েকে সে হত্যা করেছে। পরবর্তিতে স্থানীয় চৌকিদার নুর মিয়া মুক্তার মাকে ঘটনাটি নিশ্চিত করেন। থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে মুনিম জানান, মুক্তাকে নিয়ে চেচঁরী রামপুর ব্রীজের কাছে নিয়ে যায়। সেখানে আগে থেকেই মুনিমের বেশ কয়েকজন বন্ধু উপস্থিত ছিল। তাদের সহযোগীতায় হিজাব পেঁচিয়ে মুক্তাকে শ^াসরোধ করে বেরীবাঁধের পাশে লাশ ফেলে রাখে নিজ বাড়ীতে চলে এসে ঘটনাটি তার মা (ছবি আক্তার) কে জানালে তার মা তাৎক্ষনিকভাবে তার ঘাতক ছেলে মুনিমকে নিয়ে ঘটনাস্থলে যান এবং সেখান থেকে লাশ উদ্ধার করে ভান্ডারিয়ার ছোট কানুয়া গ্রামের কাটাখালী সেতু সংলগ্ন খালে কচুরীপানার মধ্যে লাশ লুকিয়ে রাখে। এদিকে ভান্ডারিয়া থানা পুলিশ সংবাদপেয়ে রাত পৌনে ৪ টায় সেখানে যায়। শনিবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানা পুলিশ মুক্তার ঘাতক স্বামী মুনিম, শ^াশুরী ছবি আক্তার এবং মুনিমের বন্ধু শাকিব খন্দকার, মারুফ ও সিয়াম খান সজিব নামের মোট ৫ জনকে গ্রেপ্তার করে। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসিকুজ্জামান জানান, রাতে অজ্ঞাত নামা এক ব্যক্তির ফোনে হত্যার ঘটনা জানতে পারি এবং সাথে সাথে আমি সহ থানা পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের লোক নিয়ে ঘটনা স্থলে যাই। শনিবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা প্রকৃয়াধীন।