সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুর শহরের সিআই পাড়া সড়কের রহিম পুকুরের বেশ কিছু মাছ মরে ভেষে ওঠে বলে অভিযোগ করেছেন ঐ পুকুরের মালিক নান্না সরদার (৬৮)। তিনি জানান, আমি দীর্ঘদিন ধরে এই পুকুরে মাছ চাষ করে আসছি। প্রতিবেশির সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে তারা পুকুরে বিশাক্ত ময়লা আবর্জনা ফেলে। যা পুকুরের পানিকে নষ্ট করেছে এবং বেশ কিছু মাছ মরে ভেষে উঠলে তিনি রবিবার সকালে সাংবাদিকদের বিষয়টি জানান।
জেলা মৎস্য অফিসার এস এম মাজাহারুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক ঘটনা স্থল পরিদর্শন করে বলেন, পুকুরের যেমন রয়েছে ময়লা-আবর্জনা, বৃষ্টির পানিতে ময়লা আবর্জনা নেমে আসাসহ সঠিক খাবারের অভাব। তেমনি পুকুরে ৩ফিটের বেশি কাঁদা-মাটি থাকায় পুকুরের মাছ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। যার ফলে পুকুরে মাছ মরে ভেসে উঠছে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি আবির হোসের জানান, মাছ নিধনের অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি তবে লিখিত অভিযোগ পেলে যথাযথ আইগত ব্যবস্থা নেয়া হবে।