• বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৩:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]

পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়কের পাশে মিলল নবজাতক, ঠাঁই হলো ছোটমনি নিবাসে

নিজস্ব প্রতিনিধিঃ / ১৭ Time View
Update : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়কের পাশে জন্ম নেয়া নবজাতককে বরিশালের আগৈলঝাড়া ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দুপুরে নবজাতককে অ্যাম্বুলেন্সে করে বরিশালের আগৈলঝাড়া ছোটমনি নিবাসে পাঠানো হয়। রবিবার পৌর শহরের ভুবনেশ^র ব্রীজ সংলগ্ন সড়কের পাশে মানসিক ভারসাম্যহীন এক নারী ওই নবজাতককে জন্ম দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত ওই মানসিক ভারসাম্যহীন মহিলা ভান্ডারিয়ার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতো এবং ভা-ারিয়া পৌর শহরের বিভিন্ন রা¯ত্মার পাশেই রাত্রি যাপন করতো। আশেপাশের দোকান থেকে খাবার খেয়ে জীবনযাপন করতেন তিনি। প্রসব ব্যথা ওঠার পর পাগলী নিজে নিজেই তার গর্ভের সšত্মানটি প্রসব করে। পথচারী কয়েক জন মহিলা দেখতে পেয়ে সাথে সাথে শিশু ও ওই নারীকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপে¯œক্সে ভর্তি করে। সšত্মান প্রসবের পর থেকে প্রসূতি ও নবজাতক সুস্থ আছে। তবে সšত্মানের বাবা কে তার পরিচয় মেলেনি। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াছিন আরাফাত রানা জানান, “রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ওই নবজাতককে আগৈলঝাড়া ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হবে।”

পিরোজপুরে দুই সšত্মানের মায়ের মরদেহ উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি এলাকা থেকে জেসমিন বেগম (৩৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ভান্ডারিয়া থানা-পুলিশ। সোমবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। তিনি ইকড়ি গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মোঃ কবির মাতুব্বরের স্ত্রী এবং দুই সšত্মানের জননী। থানা সূত্রে জানাগেছে, গত সোমবার সকাল ৮ টার দিকে জেসমিন বেগম ঘরের সিঁড়ির সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। স্বজনরা উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপে¯œক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। ভান্ডারিয়া থানা পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পিরোজপুর মর্গে প্রেরণ করে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান ক্রাইম এন্ড অপস ঘটাস্থল পরিদর্শন করেন। মেডিকেল অফিসার ডাঃ অমিত হাসান জানান, তাকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপে¯œক্সে নিয়ে আসা হয়। তার গলায় ফাঁস লাগানোর চিহ্ন ছিল। এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আশিকুজ্জামান ঘটনা নিশ্চিত করে বলেন, হাসপাতাল হতে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদšেত্ম পাঠানো হয়েছে। এ ঘটনায় ভা-ারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category