সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার জেলার পলাশবাড়ী উপজেলায় আগামী ১লা সেপ্টেম্বর বার বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে পৌর বিএনপির প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি মূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল সামাদ মন্ডল। পরিচালনায় ছিলেন মুশফিকুর রহমান রিপন সাধারণ সম্পাদক পৌর বি এন পি। উক্ত প্রস্তুতিমূলক আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রনায়ক বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে তার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থেকে সকল ধরনের আন্দোলন সংগ্রামে পলাশবাড়ীবাসী আগেও যেমন একসঙ্গে কাজ করেছে এখনো করবে এবং ভবিষ্যতে তারা কাঁধে কাঁধ মিলে কাজ করে জাতীয়তাবাদী দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ। এবং ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী যাতে সফলভাবে এবং সুষ্ঠুভাবে পালন করতে পারে তার জন্য নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু আলা মৌদুত,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব সরকার বকুল,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিল্লাত সরকার মিলন,জেলা ছাত্রদলের যুগ্নসাধারণ সম্পাদক, মিজানুর রহমান নিক্সন, থানা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মমিন মন্ডল, সিঃযুগ্ন আহবায়ক শরিফুল,পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামিম রেজা, সদস্য সচিব ইমরান হাসানসহ অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা।