• বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৬:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

দাকোপে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের প্রশিক্ষন

জি এম জাকির হোসেন : / ১৮ Time View
Update : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, দাকোপ (খুলনা) : খুলনার দাকোপে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়ন প্রক্রিয়ায় অংশ গ্রহন প্রকল্পের উদ্যোগে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের রিফ্রেশার প্রশিক্ষন শুরু হয়েছে।
ইউরোপিয়ান ইউয়িন ও খ্রীস্টান এইডের অর্থায়নে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। প্রশিক্ষনে মানবাধিকার, গনতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়নের বিষয় তুলে ধরা হয়। উপজেলা এডভোকেসি কমিটির সভাপতি সাংবাদিক মামুনুর রশিদের সভাপতিত্বে প্রশিক্ষনে অংশ গ্রহন করেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক পাবক মিস্ত্রী, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ গাজী, মনোজ কুমার রায়, প্রধান শিক্ষক এস এম হান্নান, শিক্ষক নিরুপম মন্ডল, নিতাই বাছাড়, নারী নেত্রী দানকুমারী, মলিনা রায়, কল্পনা বিশ্বাস, ইউপি সদস্য পরিমল মন্ডল, রতন মন্ডল, হাফেজ আবু হুরাইরা, বিপুল মন্ডল, অনিমেষ মন্ডল, কমলা কান্ত দাস, পুলক বৈরাগী, প্রকল্পের ডিভিশনাল অ্যাস্টিন্ট ফ্যাসিলিটেটর রিয়াজ মোর্শেদ প্রমুখ।

দাকোপে ভ্রাম্যমাণ আদালতে অসাধু ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা
খুলনার দাকোপের চালনা পৌরসভায় মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রয়ের অপরাধে ডলি রায় নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। সূত্রে জানা যায় ২৩ আগষ্ট বুধবার বিকাল ৫ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনের ভূমি পাপিয়া সুলতানা মেয়াদোর্তীর্ন পন্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী চালনা পৌরসভার পুরাতন গরুর হাটের পশ্চিম পার্শে তোহা স্বপ্ন বাজার প্রতিষ্ঠানের মালিক ডলি রায়(৪১) এর নিকট থেকে এ জরিমানা আদায় করা হয়। এসময় প্রসিকিউশান অফিসার ছিলেন দাকোপ উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানেটারি ইন্সপেক্টর নারায়ন রায়,উপস্থিত ছিলেন নাজির কিরনবালাসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরৃন্দ। এছাড়াও স্থানীয় সূত্রে জানাযায় চালনা বাজারের মোঃ ইউসুফ সরদারের স্ত্রী ডলি রায় মিথ্যা বিজ্ঞাপন ও অবৈধ প্রক্রিয়ায় পন্য বাজারযাত করণ করে প্রতিষ্ঠানটি রাতারাতি পরিচিতি লাভ করে এ অবৈধ ব্যাবসা কার্যক্রম করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category