সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : গাজীপুর মহানগরীর গাছা থানার কুনিয়া তারগাছ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে মতিউর রহমান (৪৫) নামে এক যুবককে মারাত্মক জখমসহ এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের আলিম গং এর বিরুদ্ধে।
মঙ্গলবার রাত ৯টার দিকে ১০-১১ জনের একটি সংঘবদ্ধ দল নগরীর ৩৭ নং ওয়ার্ডের কুনিয়া তারগাছ চিস্তিয়া জামে মসদিদের পাশে মতিউরের বাড়ির সামনে এই হামলা করে। আহত মতিউর রহমান গাজীপুর তাজউদ্দীন আহমেদ মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্তরা হলেন- একই এলাকার সোবহানের ছেলে আলিম ও ছলিম, ছলিমের ছেলে পাভেল, আকতারের ছেলে শামিম ও শুক্কুরের স্ত্রী রহিমা আক্তারসহ জ্ঞাতপরিচয় ৫-৬ জন।
এ ঘটনায় মতিউরের ছোট ভাই রেজাউল বাদী হয়ে অভিযুক্ত ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫-৬ জন হামলাকারীর কথা উল্লেখ করে গাছা থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে দেশীয় আস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ১০-১১ জনের একটি দল অতর্কিতভাবে ভিকটির বাড়িতে ঢুকে তাদের ওপর ঝাপিয়ে পড়ে। ওই সময় মতিউর তাদের বাধা দিলে প্রতিপক্ষরা তাকে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাজীপুর তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইবরাহীম হোসেন যুগান্তরকে বলেন, অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।