সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর পোরশায় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাসান আলী (৪২) নামের এক যুবককে আটক করেছে র্যাব। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা হতে তাকে আটক করা হয়েছে। আটককৃত হাসান আলী পোরশার মহরপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১২ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে ভুক্তভোগী ছাত্রী বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। হাসান আলী তার প্রতিবেশি হওয়ায় সেও পুকুরে গোসল করতে যায় এবং পুকুরে ভিকটিমকে একা পেয়ে পুকুর ঘাটেই তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় সেদিন রাতেই ভিকটিমের বাবা বাদী হয়ে পোরশা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের মামলা দায়ের করলে আসামি এলাকা ছেড়ে পালিয়ে যায়। র্যাব-৫, সিপিসি-৩ মামলা রুজুর পর থেকেই আসামীকে গ্রেফতারের জন্য বিভিন্ন গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। পরবর্তীতে আসামী পালিয়ে জামালপুর অবস্থান নিলে র্যাব-১৪, সিপিসি-১ এর সহায়তায় হাসান আলীকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে তাকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে জেলার পোরশা থানায় হস্তান্তর করা হলে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম।
নওগাঁয় ডাস্টবিন থেকে মানব ভ্রুণ উদ্ধার
নওগাঁয় একটি ডাস্টবিন থেকে ৫-৭ মাসের মানব ভ্রুণ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের পার-নওগাঁ মরছুলা উচ্চ বালিকা বিদ্যালয়ের পাশে ডাস্টবিন থেকে ভ্রুণটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভ্রণটি নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ডাস্টবিন পরিস্কার করছিল। এসময় পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ভ্রুণটি দেখতে পান তারা। কিন্তু পুলিশ সেখানে যাওয়ার আগেই পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ভ্রুণটি উদ্ধার করে পৌরসভায় নিয়ে আসে। পরে সেখান থেকে থানা পুলিশ ভ্রুণটি উদ্ধার করে পরীক্ষা করার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।
সত্যতা নিশ্চিত করে নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া ভ্রুণটির বয়স ৫ থেকে ৭ মাস হবে। সেই ভ্রুণটি উদ্ধার করে হাসপাতালে ডিএনএ প্রোফাইল তৈরি করার জন্য প্রেরণ করা হয়েছে। শেষে পৌরসভার মাধ্যমে ভ্রুণটি দাফন করা হবে বলেও জানান তিনি।