• বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

গ্রেনেড হামলার লক্ষ ছিল আমাকে হত্যা করা : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : / ১৯ Time View
Update : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার ল—গ্য ছিল আমাকে হত্যা করা। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা মানবঢাল রচনা করে আমাকে র—গা করেছিলেন।
রোববার (২০ আগস্ট) নবনির্মিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন ও তথ্য কমিশন ভবন উদ্বোধন এবং বিএফডিসি কমপে¯œক্স নির্মাণ কাজের ভিত্তিপ্র¯ত্মর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুর¤œতে প্রধানমন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
শেখ হাসিনা বলেন, আগামীকাল ২১ আগস্ট। এই একুশে আগস্ট আওয়ামী লীগের প—গ থেকে সন্ত্রাস-জঙ্গিবাদের বির¤œদ্ধে আমরা একটি র্যালি করছিলাম। কারণ তার কিছুদিন আগে সিলেটে ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বোমা হামলা-সন্ত্রাস চলছিল। এর প্রতিবাদে আমরা র্যালি করছিলাম। কিন্তু সেই র‌্যালিতে প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা করা হয়। সেই গ্রেনেডের আঘাতে আমাদের নারীনেত্রী আইভি রহমানসহ ২২জন নেতাকর্মী এবং দুজন অজ্ঞাত নিহত হয়।
ল—গ্যটা ছিল আমি এবং আমরা যারা ট্রাকে যেই মঞ্চ করা হয়েছিল, সেই মঞ্চে যারা ছিলাম তাদের হত্যা করা। আওয়ামী লীগের নেতাকর্মীরা মানবঢাল রচনা করেই আমাকে র—গা করেছিলেন। এটা বোধহয় আমাদের ভাগ্য যে ওই ট্রাকে কোনো গ্রেনেড পড়েনি, ট্রাকের সঙ্গে লেগে সেটা মাটিতে পড়ে যায়। আমাকে যে মানবঢাল হয়ে র—গা করেছিলেন মোহাম্মদ হানিফ তার সম¯ত্ম মাথায় স্পি¯œন্টার পড়ে। ওইদিন আমাদের অনেকে আহত হয় এবং মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category