• বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

আবেদন খারিজ, ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে

নিজস্ব প্রতিবেদক : / ১৬ Time View
Update : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বির¤œদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার কার্যক্রম চলতে কোনো বাধা নেই। এ সংক্রাšত্ম মামলা বাতিলের র¤œল খারিজের বির¤œদ্ধে দায়ের করা আপিল আবেদন খারিজ করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার (২০ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে ড. ইউনূসের প—েগ শুনানি করেন ব্যারিস্টার আবদুল¯œাহ আল মামুন। রাষ্ট্রপ—েগ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ উপস্থিত ছিলেন। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের প—েগ ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
গত ৬ জুন ড. ইউনূসসহ চারজনের বির¤œদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২১ জুন শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়।
গত ৭ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের বির¤œদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, এই মর্মে জারি করা র¤œল খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পরে হাইকোর্টের এই রায়ের বির¤œদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ড. ইউনূস।
২৩ জুলাই ড. মুহাম্মদ ইউনূসের বির¤œদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে র¤œল জারি করেন হাইকোর্ট। পরে এই র¤œল বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপ—গ।
গত ৭ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের বির¤œদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, এই মর্মে জারি করা র¤œল খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পরে হাইকোর্টের এই রায়ের বির¤œদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ড. ইউনূস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category