সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুরের শহরের উত্তর শিকারপুরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্তরা। সরজমিনে গিয়ে জানা যায়, হাসি রানী ঘরামী (৫৬) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে, পড়নে থাকা গলার এক ভরি স্বর্ণের চেইন ও কানের এক জোড়া স্বর্ণের মাখড়ী নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার বিবরনে জানা যায়, তার স্বামী সত্যেন্দ্রনাথ ঘরামী সৎ সঙ্গ সেবাশ্রমে প্রতিদিনের মত প্রার্থনায় অবস্থান করলে এই সুযোগে ঘটনাটি ঘটে। পরবর্তীতে তিনি গৃহে কর্মীর মুঠো ফোনে খবর পেয়ে দ্রুত বাসায় এসে তার স্ত্রীকে বাথরুমের মেঝেতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। এর আগে ঐ বাসার গৃহকর্মী নমিতা রানী ডাকুয়া প্রথমে ঐ গৃহে ৮টার দিকে কাজের উদ্দেশ্যে প্রবেশ করে এ ঘটনা দেখেতে পেয়ে চিৎকার করলে স্থানীয় প্রতিবেশিরা ছুটে আসে। হাসি রানী ঘরামী হলেন পিরোজপুর জেলা প্রশাসক এর কার্যালয়ের অবঃসরপ্রাপ্ত কর্মচারী সত্যেন্দ্রনাথ ঘরামীর স্ত্রী। তার দুটি কন্যা সন্তান রয়েছে। বৈবাহিক কারনে তার মেয়ে মন্দিরা রানী খুলনায় এবং ছোট মেয়ে সুতপা রানী ভারতে থাকেন। ঐ বাড়িতে স্বামী ও স্ত্রী দুইজন বসবাস করে আসছিল। সত্যেন্দ্রনাথ ঘরামীর নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের দীর্ঘা গ্রামের বাসিন্দা। তিনি তার স্ত্রীকে নিয়ে ৮ বছর ধরে অগ্রণী ব্যাংকের এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার (এজিএম) দীপক বড়াল এর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মোস্তাফিজুর রহমান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।