• বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৩:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

নোয়াখালী প্রেসক্লাবে প্রথমবারের মতো জাতীয় শোক দিবস পালন

একেএম শাহজাহান : / ২১ Time View
Update : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, বঙ্গবন্ধুর হাতে গড়া দেশের একমাত্র প্রেসক্লাব, নোয়াখালী প্রেসক্লাব যথাযোগ্য মর্যাদায় প্রথমবারের মতো দিবসটি পালন করেছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা এবং দুপুর ১২টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। প্রেসক্লাবের শহিদ উদ্দিন ইস্কান্দার মিলনায়তনে আলোচনা সভায় নোয়াখালী প্রেসক্লাবের আহবায়ক জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, ‘জয় বাংলা’ ¯ে¯œাগানের রিট আবেদনকারী সুপ্রিম কোর্টের সাবেক সাধারন সম্পাদক ড. বশির আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট। আলোচনা সভায় সাংবাদিক আবু নাছের মন্জুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বকতিয়ার সিক্দার, সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, যুগান্তর’র প্রতিনিধি মনিরুজ্জামান, কালের কন্ঠ’র প্রতিনিধি সামছুল হাসান মিরন, মানবজমিন’র প্রতিনিধি নাছির উদ্দিন বাদল, দেশ রুপান্তর’র প্রতিনিধি জামাল হোসেন বিষাদ, দৈনিক গণমুক্তি’র ব্যুরো প্রধান গাজী রুবেল প্রমূখ।
এসময় সিনিয়র জেলা তথ্য অফিসার মো: মনির হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা শাখার সভাপতি এড. এমদাদ হোসেন কৈশোর সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ, ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নোয়াখালী এসে প্রথম নোয়াখালী প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, অথচ বঙ্গবন্ধুর মৃত্যুরপর নোয়াখালী প্রেসক্লাবের আয়োজনে কখনো তাঁর মৃত্যুবার্ষিকী এভাবে (প্রতিকৃতিতে শ্রদ্ধা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে) পালন করেননি। গত ২৬ জুলাই বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায়, সাংবাদিক গাজী রুবেল জেলার ঐতিহ্যবাহী নোয়াখালী প্রেসক্লাব প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন, তাঁরই প্রতিষ্ঠিত নোয়াখালী প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করতে প্রস্তাব উপস্থাপন করেন। এসময় প্রস্তাবটি গ্রহণ যোগ্য হওয়ায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক নেতৃবৃন্দ প্রস্তাবটিতে সম্মতি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category