• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :

দাকোপ প্রেসক্লাবে খুলনা-১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর মত বিনিময়

জি এম জাকির হোসেন : / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, দাকোপ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ বটিয়াঘাটা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দাকোপ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় দাকোপ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। রোববার বিকাল ৪ টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিনয় কৃষ্ণ রায় দলের প্রতি তার ত্যাগ সাংগঠনিক ও ব্যক্তিগত পরিচয়ের কথা তুলে ধরে বলেন, খুলনা মজিদ মেমোরিয়াল সরকারী সিটি কলেজে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের পথ চলা শুর¤œ। স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সাল থেকে দাকোপ উপজেলা ছাত্রলীগের সভাপতি, খুলনা জেলা ছাত্রলীগের সমাজ কল্যাণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সহসভাপতি হিসাবে তিনি জাতীর জনকের নেতৃত্বে ছাত্র রাজনীতিতে বিশেষ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। পর্যায়ক্রমে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ দাকোপ উপজেলার সহসভাপতি এবং টানা দ্বিতীয় বারের মত উপজেলা আ.লীগের নির্বাচীত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমান পর্যšত্ম ৬ বার ২ নং দাকোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচীত হয়েছেন। ১৯৮৫ সালে অনুষ্ঠিত প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে দাকোপের উপজেলা চেয়ারম্যান নির্বাচীত হয়েছিলেন। তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধীদলে থাকা অবস্থায় দলের কর্মসূচি বা¯ত্মবায়নে সকল পর্যায়ের আন্দোলন সংগ্রামে তিনি অগ্রনী ভূমিকা রেখেছেন। অবহেলিত দাকোপের উন্নয়নে তিনি জনপ্রতিনিধি এবং সাংগঠনিক দলীয় দায়িত্বের বাইরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দাকোপের আহবায়ক, বিভিন্ন স্কুল ও কলেজ কমিটির সুদীর্ঘ সময়ের জন্য সভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। তিনি দাকোপ উপজেলা পুলিশিং কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনে গুর¤œত্বপূর্ন দায়িত্ব পালন করছেন। পারিবারিকভাবে তার স্বর্গীয় পিতামহ দাকোপ ইউনিয়ন বোর্ডের সাবেক প্রেসিডেন্ট, স্বর্গীয় পিতা অতুল কৃষ্ণ রায় অনুর¤œপভাবে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন। তিনি বলেন সেই ছাত্র রাজনীতি থেকে অদ্যবধী পর্যšত্ম আমি বাংলাদেশ আওয়ামী লীগ এবং নৌকার প—েগ থেকে সকল পর্যায়ের নির্বাচনে দলের বিজয়ের জন্য নিবেদীতভাবে কাজ করেছি। আমি বিভিন্ন ধরনের প্রাকৃতিক দূর্যোগে দাকোপ বাসীর পাশে থেকে তাদের আস্থা অর্জনে কাজ করেছি। তিনি জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বা¯ত্মবায়ন এবং অবহেলিত দাকোপের যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে দীর্ঘ পথ চলায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি আমার ত্যাগ ও আনুগত্যের বিষয়টি বিবেচনায় নিয়ে দল আমাকে আগামীতে মনোনয়ন দেবে বলে আমি প্রত্যাশা করি। সর্বপরী তিনি দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে যে কোন পরিস্থিতিতে ব্যক্তি নয়, নৌকাকে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গিকারের কথা বলেন। এ সময় তার সাথে উপজেলা আওয়ামীলীগনেতা ও দাকোপ ইউনিয়ন সভাপতি অধ্যাপক সুপদ রায়, ইউনিয়ন আ’লীগনেতা ও ইউপি সদস্য সুব্রত কুমার মন্ডল, প্রনব কাšিত্ম মৃধা, উপজেলা যুবলীগনেতা রতন কুমার মন্ডল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি চন্দন মন্ডল, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জয় কুমার মন্ডল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category