সবুজবাংলা২৪ডটকম, গাজীপুর : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী জাতিয় শোক দিবস উপলক্ষে গাসিক ৩২ নম্বর ওয়ার্ডে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও দুস্থদের মাঝে গণভোজ খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ই আগস্ট) গাসিক৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলামের উদ্যোগে টি এন জেড গার্মেন্টস প্রাঙ্গনে এ গণভোজ আয়োজন করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে জাতির জনক মজিবুর রহমানের জীবন কর্মের উপর আলোচনা করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মহিউদ্দিন মহি সভাপতি গাছা থানা আওয়ামী লীগ, সঞ্চালনায় ভূমিকায় ছিলেন হাজী মো. আদম আলী সাধারণ সম্পাদক গাছা থানা আওয়ামী লীগ।
এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ যুব লীগ, শ্রমিক লীগ,অন্যান্য অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।