সবুজবাংলা২৪ডটকমে, গাজীপুর : গাজীপুর মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডে দুইশ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ।
রবিবার রাত ৯ টার দিকে ৩৩ নম্বর ওয়ার্ডে উত্তর খাইলকুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দুইশ পিস কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দুইজন কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মহানগরীর গাছা থানার উত্তর খাইলকুর এলাকার মৃত আছর উদ্দিন এর ছেলে আলতাফ হোসেন। একই এলাকার দেলোয়ার হোসেনের রাহাত হোসেন রাব্বি।
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহিম হোসেন পিপিএম বলেন মাদক বিক্রেতা দুজনই দীর্ঘদিন ধরে এই কাজে জড়িত। তাদের বিরুদ্ধেএকাধিক মামলা রয়েছে।