সবুজবাংলা২৪ডটকম, দাকোপ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) ৯ আগস্ট বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। তারই অংশ হিসেবে দাকোপের কামারখোলা ইউনিয়নে ৪২টি উপকারভোগী ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়।