• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :

সুন্দরবন পশ্চিম বিভাগের অভিযানে চিংড়ী মাছসহ অন্যান্য সামগ্রী জব্দ

জি এম জাকির হোসেন : / ৩১ Time View
Update : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, দাকোপ (খুলনা) : সুন্দরবন পশ্চিম বিভাগের অভিযানে বিপুল পরিমান চিংড়ী মাছসহ অন্যান্য সামগ্রী জব্দ। এ অভিযান পরিচালনা করেন সুন্দরবন পশ্চিম বিভাগের অভিযানকারী কর্মকর্তরা। রবিবার দিন – রাত ও সোমবার এক অভিযানে এসকল জিনিসপত্র জব্দ করে বনরক্ষীরা। সংশ্লিষ্ট বন বিভাগ সূত্রে জানা যায়, কালাবগী ষ্টেশন কর্মকর্তা আব্দুল হাকিমের নেতৃত্বে বনরক্ষিরা সুন্দরবনের পশুর নদীর বাইন এলাকায় এক অভিযান পরিচালনা করে। রবিবার সন্ধ্যায় পরিচালিত অভিযানের বিষয় আচ করতে পেরে অবৈধ মৎস্য জীবিরা বনের গহীনে চলে যায়। এ সময় ঘটনাস্থলে থেকে ১৭ বস্তা শুকনো চিংড়ী মাছসহ ২ টি ডিঙ্গি নৌকা, ৪ খানা বৈঠা, ৪ টি পানির ড্রাম ও ২ টি লিটার জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার আওয়াতায়ে আনা হয় বলে কালাবগী ষ্টেশন কর্মকর্তা আব্দুল হাকিম তথ্য নিশ্চিত করেছেন।

দাকোপে ভুমিহীন ও গৃহহীদের মাঝে ঘর প্রদানের লক্ষে প্রেসব্রিফিং
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) আগামী ৯ আগস্ট বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। তারই অংশ হিসেবে দাকোপের কামারখোলা ইউনিয়নে ৪২টি উপকারভোগী ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হবে। এ লক্ষ্যে গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদেরকে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের প্রেসব্রিফিংয়ে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন এদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। তাই এ উপজেলার ৬নং কামারখোলা ইউনিয়নে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ৪২টি উপকারভোগী ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিলসহ ২ শতাংশ জমি ও গৃহ প্রদান করা হবে। উল্লেখ থাকে যে ৪২টি পরিবারের মধ্যে সমাজের মুল ধারায় ফেরাতে ২টি জলদস্যু পরিবারকে পূর্নবাসন করা হয়েছে। এ সব পরিবারের প্রতিটি ঘরের জন্য বিদ্যুত সংযোগ এবং ৩ হাজার লিটারের ১টি করে পানির ট্যাংক। প্রতি ১০ পরিবারের ব্যবহারের জন্য ১টি করে টিউবওয়েল স্থাপন করা হবে। জমির কাবুলিয়াত, গৃহ প্রদান সনদ এবং নামজারিরখতিয়ান সরবরাহ করা হবে এবং সেই সাথে ১শত ফলের গাছ প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার(ভুমি) পাপিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানা, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজাসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমের কর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category