সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস.এম রফিকুল ইসলাম রিপন, মহদীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা, পলাশবাড়ী এস.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান প্রমূখ। এসময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০ টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গমাতার প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন পলাশবাড়ী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পলাশবাড়ী পৌরসভা, বাংলাদেশ আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে ১৫ই আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।