• বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৫:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

এইচএসসি পরীক্ষা পেছাতে আন্দোলন, শাহবাগে ৬ জনকে আটকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : / ২২ Time View
Update : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। ধাওয়া দিয়ে সেখান থেকে তাদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় ছয়জনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে শাহবাগ আসেন শিক্ষার্থীরা। শাহবাগ থানার সামনে আসার পর তাদের লাঠিপেটা করে পুলিশ। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা অনেক কম সময় পাচ্ছি। এই সময়ে পুরো সিলেবাসে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। আমাদের সিলেবাস কমিয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক অথবা পরীক্ষা এক-দুই মাস পিছিয়ে দেওয়া হোক। ১০০ নম্বরের পরীক্ষা আমরা মানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করব।
নাম প্রকাশ না করার শর্তে আইডিয়াল কলেজের এক পরীক্ষার্থী বলেন, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরা প্রায় আড়াই বছর সময় পেয়েছেন। আড়াই বছর সময় নিয়ে তাদের পরীক্ষা হয় ৫০ নম্বরের। কিন্তু, ২০২৩ সালে পরীক্ষার্থীরা মাত্র দেড় বছর সময় পেয়েছেন। এক বছর কম সময় পাওয়ার পরও তাদের ১০০ নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। গত বছর আইসিটি বিষয়ের পরীক্ষা নেওয়া হয়নি। কিন্তু, এবার আইসিটি বিষয়েও পরীক্ষা দিতে হবে। এবারের পরীক্ষায় আইসিটি বিষয়টি বাদ দেওয়ার দাবি করছি।
শিক্ষার্থী আটকের বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আশরাফ হোসেন বলেন, এরা শিক্ষার্থী কি না, এ বিষয় যথেষ্ট সন্দেহ আছে। গতকাল কয়েকজনকে জিজ্ঞেস করলে উল্টাপাল্টা তথ্য দিচ্ছিল। তাদের আগামী ১৭ তারিখ পরীক্ষা, অথচ মাত্র কয়েকদিন আগে তারা পরীক্ষা পেছানো, ৫০ নম্বরের পরীক্ষার দাবিতে রাস্তায় নেমেছে। এটা অযৌক্তিক। আজও তারা রাস্তায় নেমেছে। এ সময় তারা পুলিশের ওপর হামলা করেছে। কয়েকজনকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তবে, এ বিষয়ে এখনই বিস্তারিত বলা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category