সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকালে নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজিমুল হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন, বীর মুক্তিযোদ্ধা জিএস কাশেম, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্ছু, সিভিল সার্জন মাসুম ইফজেখার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মোঃ আন্দালিব এবং নোয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মো: রফিক উল্যাহ প্রমূখ।
এর আগে শিল্পকলা একাডেমীর বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজিমুল হায়দার, পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন, গণপূর্ত বিভাগ, নোয়াখালী পৌরসভা, যুব উন্নয়ন অধিদপ্তর, জনস্বাস্থ্য অধিদপÍর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, নোয়াখালী প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক গাজী রুবেল এবং সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও পৃথক কর্মসুচী দিয়ে দিবসটি পালন করেছে জেলা আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুব লীগ সহ অঙ্গ ও সহযোগি সংগঠন গুলো। এদিকে বাদ যোহর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কেন্দ্রীয় মসজিদে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।