• বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]

সামরিক ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণ বাড়িয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : / ২৪ Time View
Update : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাশিয়া তার ২০২৩ সালের প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণ বাড়িয়ে ১০ হাজার কোটি ডলার করেছে। এই অর্থ দেশটির সব সরকারি ব্যয়ের এক তৃতীয়াংশের সমান। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মস্কোর সরকারি নথিতে দেখা গেছে, ইউক্রেনের যুদ্ধের ব্যয় সর্পিল আকারে বাড়ছে এবং মস্কোর অর্থের উপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে।
পরিসংখ্যানে দেখা গেছে, শুধুমাত্র ২০২৩ সালের প্রথমার্ধে, রাশিয়া ১২ শতাংশ বা ৬০ হাজার কোটি রুবল প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে। প্রায় এক লাখ কোটি রুবল সামরিক বেতন খাতে গেছে, যা ২০২২ সালের প্রথম ছয় মাসে দেওয়া পরিমাণের দ্বিগুণেরও বেশি।
২০২৩ সালের জন্য মূলত লক্ষ্যমাত্রা ছিল চার লাখ ৯৮ হাজার কোটি রুবলের (পাঁচ হাজার ৪০০ কোটি ডলার) বেশি। তবে পরবর্তীতে তা বাড়িয়ে ৯ লাখ ৭০ হাজার কোটি রুবল করা হয়।
পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব এবং ইউরোপে জ্বালানি বিক্রি প্রায় বন্ধ হয়ে যাওয়ার কারণে চলতি বছরের প্রথমার্ধে রাশিয়ার বাজেট ঘাটতি ছিল দুই হাজার ৮০০ কোটি ডলারের। প্রতিরক্ষায় উচ্চতর ব্যয় এই ঘাটতি আরও বাড়াতে পারে। যুদ্ধের কারণে অন্যান্য খাতের উৎপাদন বৃদ্ধি কমতে পারে এবং ব্যক্তিগত বিনিয়োগ কমে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category