সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নের খাসবাড়ী গ্রামে স্ত্রীর স্বীকৃতি পেতে মুরাদ হাসানের বাড়ীতে রুহানি আক্তারের আমরণ অনশন।
জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের খাসবাড়ী গ্রামের হারুন প্রধানের ছেলে মুরাদ হাসান একই ইউনিয়নের আকবরনগর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রুহানি আক্তারের সাথে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
এরই ধারাবাহিকতায় প্রায় ৬/৭ মাস আগে প্রেমিক মুরাদ হাসান গোপনে প্রেমিকা রুহানি আক্তারকে কাবিন মূলে রেজিষ্ট্রি করে। বর্তমানে তাদের রেজিষ্ট্রির কথাটি জানাজানি হলে মুরাদ হাসান রুহানিকে আর ঘরে তুলবেনা এবং স্ত্রীর স্বীকৃতি দিবেনা বলে জানান।
এদিকে প্রেমিকা রুহানি কোন পথ খুঁজে না পেয়ে ১ আগষ্ট মঙ্গলবার সকালে স্ত্রীর স্বীকৃতির দাবীতে প্রেমিক মুরাদ হাসানের বাড়ীতে গেলে মুরাদের পরিবারের লোকজন মুরাদকে বাড়ী থেকে সরিয়ে দেন এবং রুহানিকে টানাহেচড়া করা সহ তাকে অকর্থ্যভাষায় গালিগালাজ করে।
এবিষয়ে প্রেমিক মুরাদ হাসানের পিতা হারুন প্রধানকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমি কিছু বলতে পারবনা। আমার ছোটভাই আমিনুল ইসলাম যা করবে আমরা সেটাই মেনে নিব।
তবে প্রেমিকা রুহানি জানান, রেজিষ্ট্রি করার পর থেকে মুরাদ হাসান প্রায় রাতেই তার সাথে রাত্রি যাপন করতো। তাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে ঘরে না তুললে ওই বাড়ীতেই সে আত্মহত্যা করবে।
অত্র এলাকার ইউপি সদস্য শাহারুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে কয়েকদিন থেকে আলোচনা চলছে। দুই পরিবারের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে। তবে মেয়েটি বর্তমানে ওই বাড়ীতেই অবস্থা করছেন।