• বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৩:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

এমপি শিমুলের বিরুদ্ধে মামলা নিতে ওসিকে আলটিমেটাম

নিজস্ব প্রতিনিধি : / ১৭ Time View
Update : বুধবার, ২ আগস্ট, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, নাটোর : নাটোর-২ আসনের (সদর ও নলডাঙ্গা উপজেলা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে করা অভিযোগ মামলা হিসেবে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নলডাঙ্গা পৌরসভা মোড়ে মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্য়ায় এ মানববন্ধন করা হয়।
ছাত্রলীগনেতাকে হাতুড়িপেটা করায় শফিকুল ইসলাম শিমুলসহ তার ১৭ অনুসারীর বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে মামলা নিতে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আলটিমেটাম দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। মামলা না নিলে ওসির বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ করার হুমকি দিয়েছেন তিনি।
নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর শুকুরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। তিনি বলেন, ‘আমরা ভিডিও ফুটেজে দেখেছি, রোববার বিকেলে সংসদ সদস্য শফিকুল ইসলামের নির্দেশে তার অনুগত গু-ারা নলডাঙ্গা পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামানের ভাতিজা ছাত্রলীগ নেতা শাহরিয়ার ইশতিয়াককে হাতুড়ি ও পাইপ দিয়ে বেধড়ক পিটিয়েছে। সংসদ সদস্যের গাড়িবহরের সামনে মোটরসাইকেল চালানোই ছিল তার অপরাধ। শুধু তা-ই নয়, সংসদ সদস্য একটি অনুষ্ঠান শেষে আবার একই স্থানে এসে পৌর মেয়রকে হত্যার চেষ্টা করেন। তার সঙ্গে থাকা কালো রঙের মাইক্রোবাস থেকে গু-াবাহিনী অবৈধ অস্ত্র নিয়ে মেয়রকে ধাওয়া করে। তাকে ঠেকাতে এলে দুই ব্যবসায়ীকে আঘাত করা হয়। এ ঘটনায় মেয়রের ভাই শরিফুল ইসলাম সোমবার সন্ধ্যায় নলডাঙ্গা থানায় সংসদ সদস্যসহ ১৮ জনের বিরুদ্ধে লিখিত এজাহার জমা দেন। এক দিন অতিবাহিত হলেও নলডাঙ্গা থানার ওসি অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেননি। তিনি অপরাধীদের পক্ষ নিয়েছেন।
তিনি আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে হবে। অন্যথায়, ওসির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখবে নলডাঙ্গা আওয়ামী লীগ। প্রয়োজনে ঘটনার ফুটেজ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠিয়ে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে। অভিযুক্ত ব্যক্তি যেই হোন না কেন, অভিযোগকারী বিচার পাওয়ার হকদার। পুলিশ এতে বাধা হতে পারে না।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মালেক শেখ, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য দেন।
নলডাঙ্গা থানার (ওসি) আবুল কালাম বলেছেন, লিখিত একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে সংসদ সদস্যের নাম আছে। বিষয়টি যাচাই করা হচ্ছে। এ ব্যাপারে আমি পক্ষপাতিত্ব করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
এমপি শফিকুল ইসলাম শিমুল অভিযোগ অস্বীকার করে বলেছেন, ঘটনাস্থল থেকে আমি অনেক দূরে ছিলাম। ঘটনাস্থলে এসে জানতে পারি, ওই ছেলে (শাহরিয়ার) রাস্তায় বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিলেন। চিনতে না পেরে দলের এক নেতা তাকে ধাক্কা দেন। মামলা হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে দলের কিছু নেতা মিথ্যা প্রচার চালাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category