• বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৫:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]

পলাশবাড়ীতে জাল সনদে নিরাপত্তাকর্মী নিয়োগের অভিযোগ

বায়েজীদ : / ২০ Time View
Update : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠের বাজার আবু বক্কর ফাজিল ডিগ্রী মাদ্রাসায় জাল সনদপত্র দিয়ে সুনিল কুমার দাস নামে এক ব্যক্তিকে নিরাপত্তাকর্মী হিসাবে নিয়োগের অভিযোগ উঠেছে । এব্যাপারে ওই মাদ্রাসার নির্বাচিত অভিভাবক সদস্য মোঃ নাজমুল হক প্রধান, মোঃ আব্দুল মালেক মন্ডল, খয়বর সরদার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরারব অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অত্র মাদ্রাসায় গত ২৩ জুন-২০২৩ অত্যন্ত গোপনীয় ভাবে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রবিধান ২০১৯ নীতিমালা বহির্ভূত একটি নিয়োগ বোর্ড সংগঠিত হয়। উক্ত নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শ্রী সুনিল কুমার নিরাপত্তা কর্মী পদে ও মিশু আক্তার আয়া পদে নিয়োগ প্রাপ্ত হন। কিন্তু ইতিপূর্বে গাইবান্ধা জেলা জজ আদালতে নিয়োগ সংক্রান্ত ২৩১/২০২২ ও মিস আপিল ৪৮/২০২২ মামলায় শ্রী সুনিল কুমারের ভূয়া সনদ ও পরিচ্ছন্নকর্মী পদের আবেদন পত্র আদালতে বিচারাধীন আছে। অভিযোগে বলা হয় এই সুনিল কুমার একজন নিরক্ষর ব্যক্তি। অভিযোগকারীরা শ্রী সুনিল কুমারের সনদপত্র যাচাই-বাছাই করে উক্ত নিয়োগ বোর্ড বাতিল পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আবেদন জানান। অভিযোগকারীরা অভিযোগ পত্রের সাথে পরিচ্ছন্নকর্মী পদে সুনিল কুমারের আগের আবেদন পত্র, ২৩১/২০২২ মামলার ফিরিস্তি ফটোকপি, সুনিল কুমারের বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র, বিদ্যালয় কর্তৃক ভূয়া সনদের প্রত্যয়ন পত্র, আদালত কর্তৃক সংবাদ জানিবার দরখাস্তের ফটোকপিও সংযুক্ত করেন।
নিরাপত্তাকর্মী হিসাবে নিয়োগ পাওয়া সুনিল কুমার দাস বলেন, মুরারীপুর ওসমান গনি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছি, সেখান হতে বিদ্যালয়ের ছাড়পত্র পেয়েছি৷ আমার ছাড়পত্র সঠিক আছে। তবে মুরারীপুর ওসমান গণি উচ্চ বিদ্যালয়ে গিয়ে ছাড়পত্রে থাকা প্রধান শিক্ষক আবু মো. শাহীনুর আলম তরফদারের স্বাক্ষরের সাথে না মিললেও উক্ত ছাড়পত্র ভূয়া বা জাল হিসাবে দেওয়া প্রত্যায়ন পত্রের স্বাক্ষর সঠিক রয়েছে হিসাবে প্রমাণ পাওয়া যায়।
এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে অত্র মাদ্রাসা অধ্যক্ষ সাইদুর রহমান সরকার বলেন, আমার কিছু বলার নাই, কোন অভিযোগ যদি থাকে তাহলে অভিযোগকারীরা আদালতের মাধ্যমে নিয়োগ বাতিল করুক। অভিযোগকারীরা সঠিক ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে গাইবান্ধা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category