সবুজবাংলা২৪ডটকম, দাকোপ : খুলনার দাকোপে সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেত্রীর সাথে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব উত্তম রায়ের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, এবিএম রুহুল আমীন, শেখ শফিকুল ইসলাম আক্কেল, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, সরোজিত রায় কুঞ্জ, লিপিকা বৈরাগী, চঞ্চলা রায়, দেবপ্রসাদ সরকার দেবু, স্বেচ্ছাসেবক লীগের হাদিউজ্জামান অরেন্স, জি এম আকতার হোসেন মুছা, শরিফুল ইসলাম মিঠু, বিপ্লব মন্ডল, জয়ন্ত গাইন, মানিক রায়, জয়ন্ত রায়, হাফিজুর রহমান, অনিসুর রহমান ফকির, প্রনব গাইন, যুবনেতা সৌম্য বিশ্বাস, সুকান্ত রায়, জলিল শেখ, সমির মন্ডল, গৌতম মন্ডল, বিপুল মন্ডল প্রমুখ।