সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন বর্তমান সরকার নারীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে কর্মমূখী করে তুলছেন। সরকার মনে করে নারীদের এগিয়ে নিতে পারলেই দেশ আরো এগিয়ে যাবে।
২৮ জুলাই বিকেলে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবি অফিসের আয়োজনে পল্লী মেলা ও উদ্েযাক্তা সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এসব কথা বলেন। তিনি আরো বলেন, উত্তরবঙ্গের নারীরা এখন আর না খেয়ে থাকে না। তারা নিজেরাই বিআরডিবি থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদের পায়ে দাঁড়িয়েছে।
স্থানীয় এস.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিআরডিবি গ্রেড-১ এর মহাপরিচালক আঃ গাফফার খানের সভাপতিত্বে বিষয়ে অতিথি হিসেবে অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সি-সার্কলে উদয় কুমার, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হাসানুজ্জামানসহ বিভিন্ন উপজেলা থেকে আগত উদ্যোক্তারা। এর আগে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য উদ্যোক্তাদের তৈরি পণ্যের স্টল পরিদর্শন করেন।