সবুজবাংলা২৪ডটকম, দাকোপ : “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটির আয়োজনে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের সভাপতিত্বে অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মেরিন ও ফিশারী কর্মকতা বিপুল কুমার দাস, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক মোঃ শিপন ভূঁইয়া, শচীন্দ্র নাথ মন্ডল, আজগর হোসেন ছাব্বির, জি এম জাকির হোসেন, কুমারেশ বিশ্বাস প্রমুখ। সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরকৃত গ্রহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় আলোচনা হয়।