• বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]

নওগাঁয় ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আতাউর শাহ্ : / ২০ Time View
Update : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর পতœীতলা থানায় অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৩) কে অপহরণ করে ধর্ষণের অভিযোগে অপহরণ চক্রের মূলহোতা ও ধর্ষক মো. আলমগীর হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার পূর্ব রাত দেড় টার দিকে পতœীতলা থানার খিরসিন এলাকা থেকে তাকে আটক করে। ধর্ষণের শিকার ছাত্রী স্থানীয় একটি প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
আটককৃত আলমগীর হোসেন পাশ্ববর্তী থানা ধামইরহাটের দেবীপুর গ্রামের মো. আব্দুল আজিজ ওরফে গাছার ছেলে।
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩ জানান, গত ১৬ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে ওই ছাত্রীকে তার বাড়ীতে একা পেয়ে আলমগীর তার বন্ধু সোহাগের সহযোগিতায় অপহরণ করে ধামুইরহাট থানার দেবীপুর গ্রামস্থ রাস্তার পার্শ্বে জনৈক মোঃ আতোয়ার মন্ডলের জমির জংগলে নিয়ে যায় এবং সেখানে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। এরপর ১৭ জুলাই ভিকটিমের বাবা মোঃ জয়নাল আবেদীন বাদী হয়ে ধামুইরহাট থানায় আলমগীর ও তার বন্ধু সোহাগের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করে। মামলা হওয়ার পর র‌্যাবের আভিযানিক দল তাকে আটক করে।
পরবর্তীতে আলমগীরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামুইরহাট থানায় জিডি মূলে হস্তান্তর করলে ধামইরহাট থানা পুলিশ তাকে ওই মামলায় আটক দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category