• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :

জামালপুরে গাছ কাঁটায় বাঁধা দিলে প্রতিপক্ষের হামলায় জমির মালিক গুরুতর যখম

নিজস্ব প্রতিবেদক : / ৩২ Time View
Update : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, জামালপুর : জামালপুর জেলার চর সগুনা, মেলান্দহ উপজেলায় বসতভিটা মিজানুর রহমানের। তার বসতভিটার পাশেই ১শত ১৪ শতাংশ জমি বিভিন্ন সময় মোখলেছুর রহমান নামে এক ব্যক্তি দখল করার চেষ্টা করে আসছে। এমনকি এই জমির মালিক মিজানের বিরুদ্ধে থানায় জিডিও করে যা তদন্ত অফিসার তার প্রতিবেদনে মিথ্যা বলে উল্লেখ করেছেন। এ সব সন্ত্রাসীরা দখলের চেষ্টা করছে মতিউর বাহিনির সহযোগিতায় বলে জানা যায়। এ বিষয়ে গত মাসে মো: মতিউ রহমান ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কয়েকটি পত্রিকায় এবং কয়েকটি অনলাইন পত্রিকায় প্রতিবেদন দেখা যায়। এ প্রতিবেদন প্রকাশের পর থেকে মতিউর ও তার বাহিনিরা মিজানুর রহমানের ওপর নির্যাতন আরো বাড়িয়ে দেয়। মিজানুর রহমন এক ঢাকা সিএন্ডএফ ব্যবসা করেন, আর এ কারনে অনেক সময় তার গ্রামেও থাকতে পারেন না এ সুযোগে এ মতিউরের লোকজন কখনো মিজানের জমির মাটি কেটে নিয়ে যায় আবার কখনো অন্যের মাটি মিজানের জমিতে রেখে বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরেই করে আসছে। তথ্য নিয়ে জানা যায়, গত ১৭ জুলাই ২০২৩ইং সোমবার আনুমানিক বেলা ১২ টায় মিজানুর রহমানের জমির গাছ কেটে নিয়ে যায় মতিউর (অব: সেনাবাহিনীর ট্রাফিক) ও তার সহযোগী ইমান আলী, মঞ্জুরুল, ফুলমতি বেগম, মোখলেছুর রহমান (মিল্টন) সহ আরও অনেকেই সে সময় ঘটনাস্থলে মিজানুর রহমান গেলে তাকে মতিউর ও তার সহযোগীরা তাদের সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে মিজানুর রহমানের মাথায় ও বুকে গুরুতর জখম করে রক্তাক্ত করে। এ ঘটনার সাথে সাথে এলাকাবাসী এসে মিজানুর রহমানকে নিকটস্থ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং তার চিকিৎসা পত্রে পুলিশ কেস লিখে তাকে চিকিৎসা করে। এদিকে প্রথমাবস্থায় মিজানুর রহমান মেলান্দহ থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন রক্তাক্ত মিজানুর রহমনকে বলেন, আগে চিকিৎসা নিয়ে সুস্থ হন পরে এসে মামলা করেন। এ বিষয়ে মিজানের সাথে সংবাদমাধ্যম মুঠোফোনে কথা বললে সাংবাদিক বলেন থানায় মামলা না নিলে আদালতে মামলা করেন, এটা মার্ডার মামলা হবে, তখন মিজান বলেন তিনি থানায়ই মামলা করবে তবে একটু সুস্থ হয়ে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী জানায় এ সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন দিন ধরে মিজানের জমি দখল থেকে শুরু করে তাকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছে। গত ২৪ জুন ২০২৩ইং মিজানুর রহমানকে একা পেয়ে মতিউররা তার পুরুষাঙ্গে আঘাত করে ও মেরে ফেলার হুমকি দেয় এবং মিজানুর রহমানের কাছে থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এলাকাবাসী জানায়, আজ মিজানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে কাল হয়তো অন্যদেরও এভাবে জখম করবে আর তাদের অত্যাচার বেড়েই যাবে। এলাকাবাসী আরো জানায় এই মতিউর বাহিনী শুধু মিজানের জমি দখলের সাথে সম্প্রিক্ত নয় এরা এলাকায় আরো অনেকেরই এমন সমস্যা করে। এদের বিরুদ্ধে অবশ্যই মামলা হতে হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেখতে চায় এলাকাবাসী, যা ভবিষ্যতে আর কারোর ওপর হুমকি-ধামকি ও সন্ত্রাসী কর্মকা- করতে না পারে! এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২০ জুলাই বৃহস্পতিবার জামালপুর থানায় লিখিত অভিযোগ হয়। মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, এ মিজানুর রহমানকে মেরে রক্তাক্ত করেছে এদের বিরুদ্ধে অভিযোগ নেয়া হয়েছে তবে তদন্তের পর মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category