সবুজবাংলা২৪ডটকম, দাকোপ (খুলনা) : খুলনার দাকোপের বাজুয়ায় ৬০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা রনি গ্রেফতার। থানা পুলিশ সূত্রে জানা যায়, দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের দিক নির্দেশনায় এস আই নূর মোহাম্মদ শাহিদ, এ এস আই রাজ কুমার দাশ, এ এস আই গৌতম চন্দ্র মন্ডল, এ এস আই আনিচ, এ এস আই সত্তার এর পরিচালনায়, পুলিশ ফোর্স নিয়ে রাত আনুমানিক ১.৪৫ মিনিটের দিকে উপজেলার বাজুয়া গ্রামের মৃত আমিরুল হক বুলবুল এর পুত্র হাবিবুর রহমান রনি(৩১) কে তার বাসার সামনে হতে ৬০ পিচ ইয়াবা সহ আটক করেন। এস আই নূর মোহম্মদ শাহিদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা রনির বাসার সামনে হইতে ৬০ পিচ মাদকদ্রব্য (ইয়াবা) সহ আটক করি। এ ঘটনায় এস আই নূর মোহম্মদ শাহিদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন। এ ব্যাপারে দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং থাকবে, দাকোপকে মাদক মুক্ত করবো, গ্রেপ্তারকৃত আসামি হাবিবুর রহমান রনির নামে অতীতে মাদক মামলা আছে।