সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : গত ১২ জুলাই মাধবদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন করেছেন নরসিংদী সদর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক)। ১৭ জুলাই সোমবার সকাল সাড়ে দশটায় তিনি ক্ষতিগ্রস্ত মার্কেট মালিক ও দোকান পরিদর্শন করেন। এসময় তিনি দোকান মালিকদের সান্ত¡না দেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভুঁইয়া, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন ভুইয়া, মাধবদী পৌর কাউন্সিল আলহাজ্ব জাকির হোসেন, নরসিংদী জেলা শ্রমিকলীগের আহবায়ক মোঃ রিপন সরকার সহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকান মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা।
তিনি ক্ষতিগ্রস্ত মার্কেট ও দোকান মালিকদের কথা শুনেন ও সান্ত¡না দেন।