• বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০১:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

গাজীপুরের পোশাক শ্রমিককে গণধর্ষণ গ্রেফতার ১

এসও টুটুল : / ৩১ Time View
Update : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, গাজীপুর : গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে এক নারী পোশাক শ্রমিক সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। নগরীর গাছা মেট্রো থানাধীন দক্ষিণ খাইলকুর এলারকায় এঘটনা ঘটে।
শনিবার (১৫জুলাই)ভোর রাত সাড়ে ৪টার দিকে পুলিশ অভিযুক্ত আবু মোহাম্মদ সাইফুল হুদা ওরফে রবিনকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেফতারকৃত রবিন মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার সুতালড়ী গ্রামের মো. ফজলুল হুদার ছেলে।
পুলিশ জানায়, ভিকটিম ঘটনার দিন বিকালে ওই এলাকার একটি বিকাশের দোকান থেকে টাকা উঠিয়ে বাজার করতে যায়। এসময় পূর্ব পরিচিত কয়েকজন যুবক তাকে (ভিকটিম) নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে অচেতন করে দক্ষিণ খাইলকুর অভিযুক্তদের ভাড়া বাসায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ভিকটিম বাসায় না ফেরায় স্বজনরা সম্ভব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি থানা পুলিকে অবহিত করে।পুলিশ মোবাইল ফোনের ট্রেকিং করে ভিকটিমের অবস্থান নিশ্চিত হন। পরে এলাকায় বিশেষ অভিযান পর ভিকটিমকে উদ্ধারসহ ধর্ষণের অভিযুক্ত রবিনকে গ্রেফতার করে।
এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন বলেন, ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category