• বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৫:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]

পূবাইলে সাঁতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে কিশোরের মৃত্যু

এসও টুটুল : / ৪৩ Time View
Update : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, গাজীপুর : গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার ছিকলিয়া -উদুর এলাকায় তিন বন্ধু মিলে সাঁতার কাটতে গিয়ে বালু নদীতে ডুবে শুভ মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নদীর এপার ওপার সাঁতার কাটতে গিয়ে ফিরে আসার সময় শুভ পানিতে তলিয়ে যায়। নয়ন(১৮) ও হুমায়ুনকে(১৮) স্থানীয়রা ডিঙি নৌকা করে উদ্ধার করে।খবর পেয়ে রাত ১০ টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় নিহতের লাশ উদ্ধার করে।
নিহত শুভ মিয়া পূবাইল থানার ৪১ নং ওয়ার্ডের সাতানিপাড়া এলাকার মোঃ খোকন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি গ্যারেজের কাজ করতো।
জানা যায়,শুক্রবার বিকালে ওই এলাকার বালু নদীতে এপার ওপার সাঁতার কাটতে গিয়ে ফিরে আসার সময় শুভ পানিতে তলিয়ে যায়। দুই বন্ধু হুমায়ুন(১৮) ও নয়ন(১৮)বাঁচাও বাঁচাও চিৎকার করলে স্থানীয়রা ডিঙি নৌকা করে দুজনকে উদ্ধার করলেও পানিতে তলিয়ে যাওয়া শুভকে খুঁজে পাচ্ছিলনা স্থানীয়রা।
টঙ্গী ফায়ার সার্ভিসকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর দিলে দুই ঘন্টার প্রচেষ্টায় ডুবুরিরা নদীর তলদেশ থেকে শুভ মিয়ার মরদেহ উদ্ধার করে রাত ১০টার দিকে। পরে লাশ স্থানীয় থানা পুলিশকে বুঝিয়ে দেয়া হয়।এ বিষয়ে ডুবুরি দলের প্রধান এস ও জলিল যুগান্তরকে জানান তিন বন্ধু সাঁতারে নদী পার হয়ে ফিরে আসার সময় শুভ নামে এক বন্ধু মাঝ নদীতে তলিয়ে যায়। অন্যদের আহত অবস্থায় স্থানীয়রা ডিঙি নৌকা করে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুর রহমান বলেন, বিকেলে ছিকলিয়া এলাকায় বিলের পানিতে শুভ মিয়াসহ তিন বন্ধু সাঁতার কাটতে যায়। এক পর্যায়ে বিলের পানিতে ডুবে নিখোঁজ হয় শুভ মিয়া। সে সময় তার দুই বন্ধু শুভর পরিবারের লোকজনকে খবর দেয় এবং খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে পানি থেকে শুভ মিয়ার লাশ উদ্ধার করে।পরিবারের কোন আপত্তি বা অভিযোগ না থাকায় লাশ আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হহস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category