সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : নরসিংদীর মাধবদীতে সুমনা আক্তার (১৮) নামে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ।
১১জুলাই মঙ্গলবার সকালে মাধবদীর আলগী দারোগা বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সুমনা আক্তার মাধবদী আলগী দারোগা বাড়ি এলাকার জাকির হোসেনের মেয়ে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে। মেয়েটির শরীরে বিভিন্ন জায়গায় আঘাতে চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, সকাল বেলায় রুমের দরজা খুলে দেখতে পায় ঘরের সিলিং পাখার সাথে দড়ি প্যাঁচানো অবস্থায় সুমনা ঝুলছে। পরে পরিবারের লোকজন চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে মাধবদী থানা পুলিশেকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে মর্গে ময়নাতনের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
মাধবদী থানার এস আই শাহআলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিয়তে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে আসি। মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তে রিপোর্ট আসলে বিষয়টা কি হতে পারে তা বলা যাবে।