সবুজবাংলা২৪ডটকম, মেহেরপুর : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর পরিদর্শন শেষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে। শুক্রবার বিকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে সেখানে তিনি বিভিন্ন ধরনের বৃক্ষের চারা রোপন করেন। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ,জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
মেহেরপুরে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠিত
মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর আয়োজনে শুক্রবার বিকালে মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতির বাসভবনে অনুষ্ঠিত মাসিক সাহিত্য বাসর এর সভাপতিত্ব করেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর”এর সভাপতি অ্যাড.আনোয়ার হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাহিত্যের চাষাবাদে বর্তমান প্রজন্মকে রাঙ্গিয়ে দিয়ে সমাজ ও রাষ্ট্রে সৃষ্টিশীল লেখিয়েদের সংখ্যা বাড়াতে হবে বাসযোগ্য পৃথিবীর জন্য। সাহিত্য বাসরে বিশেষ অতিথি ছিলেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর”এর সহ-সভাপতি নূরুল আহমেদ,ডাঃ আবুল বাশার,আর আর এফ-এর চেয়ারম্যান সাংস্কৃতিক কর্মি ও “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর অন্যতম সদস্য মীর রওশন আলী মনা এবং “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর নির্বাহী কমিটির অন্যতম সদস্য নিলুফার বানু। সাহিত্য বাসর এর ১ম পর্বে “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর সাধারণ সম্পাদক মেহের আমজাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি বাশরী মোহন দাস, আবু লায়েছ লাবলু, শফিক সেন্টু প্রমুখ। ২য় পর্বে কবিতা আবৃত্তিতে অংশ গ্রহন করেন মেহের আমজাদ, ম. গোলাম মোস্তফা, বাশরী মোহন দাস,আবু লায়েছ লাবলু, এস. এম. এ. মান্নান, মুহম্মদ মহসীন, আবুল হাসেম, মহিবুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।