সবুজবাংলা২৪ডটকম, দাকোপ (খুলনা) : খুলনার দাকোপ উপজেলায় সাহেবের আবাদ গ্রাম থেকে থানা পুলিশের অভিযানে গাঁজা বিক্রির সময় হাতে নাতে দুই জন আটক হয়েছে।
দাকোপ থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে ২ নং দাকোপ ইউনিয়নে সাহেবের আবাদ গ্রামের মৃন্ময় রায় এর পুত্র শিবাজী রায়(২১) ও দীনেশ হালদার এর পুত্র শ্যামল হালদার(৪৫) সাহেবের আবাদ গ্রামের সুইচ গেটের উওর পাশে ফাঁকা জায়গায় অবৈধভাবে গাঁজা বিকিকি করছিল। এমন সময় ঐ স্থানে হঠাৎ উপস্থিত হয় দাকোপ থানা
পুলিশের এস আই বিজয় কৃষ্ণ কর্মকার সহ পুলিশ ফোর্সের দল। ঘটনা স্থল থেকে ৪০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে এ দুই জনকে আটক করে। পরবর্তীতে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ২ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। যার মামলা নং৪ তাং ৫/৭/২৩ এব্যাপারে দাকোপ থানা পুলিশ ইনচার্জ উজ্জ্বল কুমার দক্ত বলেন আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক দ্রব্য ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন ধরনের অভিযান অব্যহত থাকবে।