সবুজবাংলা২৪ডটকম, মেহেরপুর : মেহেরপুর জেলা প্রশাসন ও অধীনস্থ অফিসসমূহে সরকারি কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের শুদ্ধাচার পুরষ্কার ২০২২-২৩ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুদ্ধাচার পুরষ্কার ২০২২-২৩ প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম পুরষ্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও পুরষ্কারের চেক তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদির মিয়া,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী প্রমূখ উপস্থিত ছিলেন। সরকারি দায়িত্ব পালনে উত্তম চর্চার স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৪র্থ-৯ম গ্রেড গ্রুপে সিনিয়র সহকারী কমিশনার, ১০-১৬ তম গ্রেড গ্রুপে আর ডি সি মোছাঃ রনী খাতুন,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ১৭-২০ তম গ্রেড গ্রুপে যৌথভাবে মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ শাহীনুর ইসলাম, অফিস সহায়ক টুটুল কুমার বিশ্বাস, নিরাপত্তা প্রহরী শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হয়েছেন। এ ছাড়া অধীনস্থ অফিস সমূহের মধ্যে ৪র্থ-৯ম গ্রেড গ্রুপে সহকারী কমিশনার (ভূমি) মেহেরপুর সদর আব্দুল্লাহ আল বাকী। ১০-১৬তম গ্রেড গ্রুপে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মুজিবনগর এবং ১৭-২০ তম গ্রেড গ্রুপে মোঃ জালাল হোসেন। ,অফিস সহায়ক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,গাংনী বেগম মোছাঃ রোজিফা খাতুন শুদ্ধাচার পুরষ্কারে ভুষিত হয়।
মেহেরপুর জেলা ইয়াং বাংলা ফিউচার লিডার্স এর বর্ণাঢ্য র্যালি
মেহেরপুর জেলা ইয়াং বাংলা ফিউচার লিডার্স এর আয়োজনে উন্নয়ন, অগ্রযাত্রা, শান্তি, সমৃদ্ধ, সাফল্য ও স্মার্ট মেহেরপুর গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মঙ্গলবার বিকালে এ র্যালি বের করা হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র নেতৃত্বে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে র্যালিটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়। এর পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। ইয়াং বাংলা ফিউচার লিডার্স এর মেহেরপুর জেলা শাখার সভাপতি আদিব হোসেন আসিফ এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিন,মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন,মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ,ইয়াং বাংলা ফিউচার লিডার্স এর সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী,অন্যতম সদস্য সুমন আযম প্রমুখ।